Aajbikel

সময়সীমা পেরলেও ডিএ আন্দোলন সরছে না, ফের আদালতে সেনা

 | 
হাইকোর্ট

কলকাতা: ময়দান চত্বর থেকে সব অবস্থান বিক্ষোভ সরানোর জন্য সেনাবাহিনী দ্বারস্থ হয়েছিল কলকাতা হাইকোর্টের। তাতে সবথেকে বেশি সমস্যায় পড়েছে ডিএ আন্দোলনকারীরা। সেনা প্রথমে দাবি করেছিল, নির্দিষ্ট জায়গায় অবস্থান বিক্ষোভ কর্মসূচির জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময়সীমা অগ্রাহ্য করেই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। এদিন আবার আদালতের দৃষ্টি আকর্ষণ করা হল এই ইস্যুতে।

শহিদ মিনারে ডিএ আন্দোলনকারীদের অবস্থানের সময়সীমা পেরোলেও অবস্থান তোলেননি তারা। সেনাবাহিনী আদালতের দ্বারস্থ হতেই শুক্রবার শুনানির নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। সেনার স্পষ্ট বক্তব্য, সংগ্রামী যৌথ মঞ্চের মেয়াদ শেষ হওয়ার পরও তারা শহিদ মিনারে অবস্থানে রয়েছেন। বার বার বলার পরও তারা আন্দোলন তুলছে না বা সরাচ্ছেন না। শুক্রবার এই মামলার শুনানিতে আদালত কী নির্দেশ দেয় তার দিকেই তাকিয়ে সকলে। আন্দোলন তুলে নিতে হলে ডিএ বিক্ষোভকারীরা কোথায় যাবেন বা নতুন কোন জায়গা তারা পাবেন, সেই নিয়ে সংশয় রয়েছে।

 

মূল ব্যাপার হল, আইনগতভাবে শহিদ মিনার চত্বর সেনাবাহিনীর মালিকানাধীন। তাদের অনুমতি নিয়েই সেখানে যাবতীয় সভা-সমাবেশ করতে হয়। তার জন্যই ডিএ আন্দোলনকারীদের বিক্ষোভ অবস্থানের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু এখন সেনার বক্তব্য, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও সেখানে অবস্থান বিক্ষোভ চলছে। 

Around The Web

Trending News

You May like