বারাকপুর: পুজোর মাঝেই শুরু হয়ে গেল ভোটের ঢক্কা নিনাদ৷ আগামী ৩০ অক্টোবর ভোট৷ বৃহস্পতিবারই মনোনয়ন পত্র জমা দিয়েছেন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়৷ আর তার অব্যাহতি পরেই শুরু হয়ে গেল রাজনৈতিক যুদ্ধ৷
খড়দহ উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়কে বহিরাগত বলে কটাক্ষ করলেন সাংসদ অর্জুন সিং৷ বললেন, “শোভনদেব চট্টোপাধ্যায় বিদ্যুৎ মন্ত্রী থাকা সত্ত্বেও বিদ্যুতের মাসুল কমেনি। উনি কোন প্রতিবাদও করেন নি। উনি ট্রেড ইউনিয়নের নেতা ছিলেন৷ কিন্তু খড়দাতে কোন শিল্প আসেনি৷ উল্টে শ্মশানে পরিণত হয়েছে। তাও তাকেই খড়দাতে টিকিট দেওয়া হল৷ কোনও স্থানীয় ব্যক্তিকে প্রার্থী করা হল না।’’
এরপরই নিজেদের উদাহরণ টেনে অর্জুন বলেন, ‘‘বিজেপিকে দেখুন৷ স্থানীয় ভূমি পুত্র জয় সাহাকে প্রার্থী করেছে। বিজেপি নতুন প্রজন্মকে রাজনীতিতে আনতে চাইছে।” এরপরই খানিক থেমে তিনি যোগ করেম, ‘‘খড়দহ উপ নির্বাচনে তৃণমূল কাকে প্রার্থী করেছে৷ উনি তো কলকাতার বাসিন্দা৷ তার অর্থ কি হয়? শোভনদেব চট্টোপাধ্যায় তো এলাকার কেউ নন, বহিরাগত৷’’
একুশের নির্বাচনে খড়দহ বিধানসভার বিধায়ক কাজল সিনহা করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে৷ আর সেই উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়। তারপরই আক্রমণ তীব্রতর করেছেন অর্জুন৷ যদিও এদিন নিজের মনোনয়ন জমা দেওয়ার পর শোভনদেব বলেন, ‘‘মানুষ যাকে চাইবেন তাকেই ভোট দেবেন৷ আমার এলাকায় কাউকে কোনও বাধা দেওয়া হবে না৷’’