কলকাতা: আজ, সোমবার পঞ্চম দফার ভোট৷ সাতটি লোকসভা কেন্দ্রে শুরু ভোটগ্রহণ৷ প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছে৷ এছাড়াও রয়েছে কুইক রেসপন্স টিম৷ তবে, নিরাপত্তা সংক্রান্ত পর্যন্ত ব্যবস্থা থাকলেও ভোট শুরুর প্রথম ঘণ্টার মধ্যেই দফায় দফায় ছড়াল উত্তেজনা৷
ভোট শুরু হতে না হতেই রণক্ষেত্রের চেহারা নেয় বারাকপুরের মোহনপুর৷ ভোটারদের বাঁধা দেওয়ার অভিযোগে রণক্ষেত্রের চেহারা নেয় নেয় মোহনপুর৷ স্থানীয় তৃণমূল কর্মীদের তাণ্ডবে মুখ ফাটল বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের৷ পুলিশের সামনেই হামলার অভিযোগ বিজেপি প্রার্থীর৷ পুলিশ আধিকারিকদের সঙ্গে হাতাহাতি অর্জুনের৷ প্রার্থীর উপর হামলা চালানো হলেও পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ অর্জুনের৷ মোহনপুরের ঘটনায় রিপোর্ট তলব নির্বাচন কমিশনের৷
West Bengal: Arjun Singh, BJP candidate from Barrackpore alleges that he was attacked by TMC workers, says,”I was attacked by TMC goons who have been brought from outside. Those people were scaring away our voters. I am injured.” pic.twitter.com/lWXY3mbbZZ
— ANI (@ANI) May 6, 2019
এদিন মোহনপুরে বিজেপির এজেন্টকে বুথ থেকে বের দেওয়ার অভিযোগ ওঠে৷ খবর পেয়ে ঘটনাস্থলে যান অর্জুন সিং৷ অর্জুনকে দেখে মারমুখী হয়ে ওঠে তৃণমূল কর্মীরা৷ বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূলকর্মীদের হাতাহাতি শুরু হয়৷ হাতাহাতির মধ্য পড়ে যান বিজেপি প্রার্থী৷ অভিযোগ তাঁকে ধরে মারধর করা হয়৷ ঘুষি মেরে অর্জুনের মুখ ফাটিয়ে দেওয়া হয়৷ এই ঘটনার প্রতিবাদ জানাতেই মোহনপুরে বুথের বাইরে পুলিশের সঙ্গে অর্জুন সিংয়ের ধস্তাধস্তি হয়৷ পরে সংবাদমাধ্যমে অর্জুন বলেন, ‘‘এলাকায় অশান্তি ছড়াচ্ছে তৃণমূল৷ আমাকে তৃণমূলের গুন্ডারা মেরে মুখ ফাটিয়ে দিয়েছে৷’’
অন্যদিকে, দত্তপুকুরের কাশেমপুরে বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ নৈহাটির পাল্লাদায় সিপিএম এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে৷ আরামবাগের বড় দঙ্গলের ২১৩, ২১৪ ও ২১৫ নম্বর বুথে বিজেপি এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ একাধিক বুথে এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়া অভিযোগ লকেট চট্টোপাধ্যায়ের৷ ব্যারাকপুরে বিজেপির ক্যাম্প ভাঙচুরের অভিযোগ৷