সীমান্তে গিয়ে ফের রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক অর্জুন

সীমান্তে গিয়ে ফের রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক অর্জুন

 

পেট্রাপোল: ফের বিস্ফোরক ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং৷ সীমান্তে বিএসএফের এক্তিয়ার ৫০ কিমি করা নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের স্বপক্ষে সওয়াল করতে গিয়ে ফের আক্রমণ শানালেন রাজ্যের শাসকদলের দিকে৷

শনিবার বিএসএফের ১৭৯ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফের আমন্ত্রণে পিঠাপুলি এসেছিলেন ব্যারাকপুরের সংসদ অর্জুন সিং ও বনগাঁর বিধায়ক অশোক কীর্তনীয়া । এদিন দুপুরে পেট্রাপোল বন্দরে আসেন তাঁরা৷ ভারত বাংলাদেশের বাণিজ্যিক গেট পরিদর্শন করেন। অনুষ্ঠান প্রসঙ্গে সাংসদ অর্জুন সিং বলেন, ১৭৯ নম্বর বিএসএফের আমন্ত্রণ  রক্ষার্থে পেট্রাপোলে এসেছি৷ সঙ্গে পেট্রাপোল বন্দরের নানা সমস্যা দেখলাম৷ সমস্যার কথা আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।

এরপরই সাম্প্রতিক কেন্দ্রীয় সরকার বিএসএফের এক্তিয়ার ৫০ কিলোমিটার বাড়িয়ে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘‘বাংলাতে বিভিন্ন জায়গায় জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি হচ্ছে৷ সেগুলোকে যাতে রোধ করা যায় সেই কারণেই বিএসএফের এক্তিয়ার বাড়ানো হয়েছে। কারণ, জঙ্গিরা বাইরে উলটো পালটা কাজ করে বাংলায় এসে আশ্রয় নিচ্ছে৷ তাদেরকে বিএসএফ যাতে পিছু ধাওয়া করে পাকড়াও করতে পারে তাই এই সিদ্ধান্ত নিয়েছেন মোদীজির সরকার৷’’

কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছে রাজ্য৷ যার দরুন এদিন রাজ্যের শাসকদলকে তীব্র কটাক্ষ করে অর্জুন সিং বলেন, ‘‘তৃণমূল কংগ্রেস নিজেদের সুবিধার্থে কথা বলে। আর আমরা যারা বিজেপি করি, তারা আগে দেশের কথা ভাবি৷’’ স্বাভাবিকভাবেই, অর্জুন সিংয়ের এহেন মন্তব্যকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চাঞ্চল্য৷ অন্যদিকে বিএসএফ এর সিও অরুণ কুমার জানিয়েছেন, দীপাবলি উৎসব উপলক্ষে জন প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল তাদের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করবার জন্য। এখানকার নানা সমস্যা আমরা তাদেরকে জানালাম৷ আশারাখি ওঁনারা সমস্যা সমাধানের বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =