Aajbikel

‘চাণক্যে’র আশীর্বাদ নিতে ছুটলেন অর্জুন, একগাল হেসে মুকুল বললেন, ‘অর্জুন এসে গেছিস?’

 | 
অর্জুন-মুকুল

কলকাতা: তৃণমূলের টিকিট না পেয়ে ক্ষোভে দল ছেড়েছিলেন অর্জুন সিং৷ ঘাসফুল ছেড়ে ফিরে যান পদ্মে৷ বিজেপি তাঁকে টিকিট দিতেই অর্জুন ছুটেছিলেন তাঁর একদা রাজনৈতিক ‘গুরু’ তথা বারাকপুরের দাপুটে সিপিএম নেতা তড়িৎ তোপদারের বাড়িতে৷ গুরুর আশীর্বাদ নিয়েছিলেন তিনি৷ এবার ‘দলবদলু’ বিজেপি প্রার্থী গেলেন বর্ষীয়ান নেতা মুকুল রায়ের বাড়ি। শুক্রবার দুপুরে মুকুলের কাঁচরাপাড়ার বীজপুরে বাড়িতে হাজির হন অর্জুন। মুকুলের হাতে ফুলের তোড়া তুলে দেওয়ার পর পায়ে হাত দিয়ে প্রণামও করেন বিজেপি প্রার্থী। দীর্ঘদিনের সতীর্থকে আশীর্বাদও করেন বর্ষীয়ান নেতা৷ তাঁদের সাক্ষাতের সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন খোদ অর্জুন৷ 

খাতায়-কলমে মুকুল এখনও বিজেপি বিধায়ক৷ তবে অসুস্থতার কারণে বাড়ি থেকে বেরতে পারেন না৷ সকলকে সব সময় চিনতেও পারেন না৷ তবে অর্জুন জানিয়েছেন, তাঁকে দেখে চিনতে পারেন মুকুল রায়। বলে ওঠেন, ‘অর্জুন এসে গেছিস।’ মুকুলের সঙ্গে ঠিক কী কী বিষয়ে কথা হয়েছে সে বিষয়ে মুখ খোলেননি বিজেপি প্রার্থী৷ তাঁর বাড়ি থেকে বেরিয়ে বারাকপুরের বিদায়ী সাংসদ বলেন, “আশীর্বাদ নিয়েই যাত্রা শুরু করছি। আমরা তো মুকুল রায়ের প্রোডাক্ট। ওঁর সঙ্গে অনেক কাজ করেছি। তাই আশীর্বাদ নেওয়াটা অত্যন্ত জরুরি ছিল।” 

Around The Web

Trending News

You May like