দুর্গাপুর: আর কয়েক সপ্তাহ, তারপরই পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচনকে কেন্দ্র করে উত্তাপ বেড়েছে বঙ্গদেশে। দলবদলের আবহে ইতিমধ্যেই ব্যাকফুটে চলে গিয়েছে তৃণমূল কংগ্রেস কারণ শুভেন্দু অধিকারী থেকে শুরু করে একাধিক বিধায়ক বিজেপিতে যোগদান করেছেন। বিজেপির নেতাদেরকে একাধিকবার বলা হচ্ছে যে আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস শেষ হয়ে যাবে। এবার আরও বড় দাবি করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি বললেন, ২৯৪ টা আসনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল কংগ্রেস! একই সঙ্গে তাঁর দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনের তৃতীয় দল হিসেবে বিবেচিত হবে তৃণমূল কংগ্রেস।
অর্জুন সিং বলেন, আসন্ন নির্বাচনের সব আসনে প্রার্থী দিতে পারবে না তৃণমূল কংগ্রেস সেই কারণেই এখন থেকে তারা কংগ্রেস এবং সিপিএমের সঙ্গে যোগাযোগ রাখছে। নির্বাচনের পরে দেখা যাবে তৃণমূল কংগ্রেস তৃতীয় দল হিসেবে বিবেচিত হচ্ছে। উল্লেখ্য এর আগে বিস্ফোরক দাবি করে অর্জুন সিং জানিয়েছিলেন, সৌগত রায় সহ তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ বিজেপিতে যোগদান করতে চলেছেন। সেই নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়ে যায় বাংলার রাজনীতিতে। তাঁর সুরে সুর মেলান সদ্য বিজেপিতে যোগদানকারী সুনীল মণ্ডল। তিনিও মন্তব্য করেন, ১৬ জন তৃণমূল কংগ্রেস সাংসদ বিজেপিতে যোগদান করবেন! সব মিলিয়ে ব্যাপক জল্পনার সৃষ্টি হয়েছে পশ্চিমবাংলায়।
এদিন অবশ্য শুধুমাত্র তৃণমূল কংগ্রেস সরকার নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেছেন অর্জুন সিং। তিনি সমালোচনা করে বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেওয়াতে বিশ্বাসী। তিনি ইউজ এন্ড থ্রো করেন। একইসঙ্গে গরু এবং কয়লা পাচার প্রসঙ্গ তুলে সরাসরি ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন বিজেপি সাংসদ। পাশাপাশি বহিরাগত ইস্যু নিয়েও তৃণমূল কংগ্রেস সরকারকে আক্রমণ করতে ছাড়েননি অর্জুন সিং।ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বিজেপি সাংসদ বলেন, এই রাজ্যে প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিংবা বিজেপির সর্বভারতীয় সভাপতি বহিরাগত।