‘ক্ষমতায় থাকার জন্য রক্তগঙ্গা বইয়ে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল’! বিস্ফোরক অর্জুন

‘ক্ষমতায় থাকার জন্য রক্তগঙ্গা বইয়ে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল’! বিস্ফোরক অর্জুন

নিজস্ব সংবাদদাতা, ব্যারাকপুর: পাগলের মত অবস্থা তৃণমূলের, ক্ষমতায় থাকার জন্য রক্তগঙ্গা বইয়ে দেওয়ার চেষ্টা চলছে৷ ফের বিস্ফোরক অর্জুন সিং৷ দলীয় পতাকা লাগানো নিয়ে বিজেপি সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে৷ যার প্রতিবাদে নিউ ব্যারাকপুর তালবান্দায় বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকেরা। বের হয় মিছিলও৷ যেই মিছিলে নেতৃত্ব দেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং৷ বৃহস্পতিবার রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করতে শোনা যায় অর্জুনকে৷ তিনি বলেন, পাগলের মত অবস্থা তৃণমূলের৷ পুলিশ আর গুন্ডাকে এক করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

তিনি আরও বলেন, ক্ষমতায় থাকার জন্য রক্তগঙ্গা বইয়ে দেওয়ার চেষ্টা করছে৷ একইসঙ্গে মমতা সরকারের জমানাতে ২৬/১১ র মতো পরিস্থিতি তৈরি হচ্ছে বলেও তোপ দাগেন অর্জুন৷ তিনি জানান, পশ্চিমবঙ্গে কোথাও আইন শৃঙ্খলা বলে কিছু নেই।তোলা তুলতে ব্যাস্ত তৃণমূল নেতৃত্ব।তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তাই বিজেপির উপর আক্রমণ করছে।পাগলের মত তৃণমূলের হাল হয়ে গেছে।

পাশাপাশি তিনি আরও বলেন তৃণমূল থেকে যারা বিজেপিতে আসছেন তাদের প্রাণে সংশয় আছে,আসলে বাংলায় তালিবানি শাসন চলছে বলে কটাক্ষ করেন অর্জুন সিংহ। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় গুন্ডা আর পুলিশ কে এক করে দিয়েছে৷ রাজ্য জুড়ে তান্ডব চালচ্ছে বলে অভিযোগ সাংসদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 7 =