‘দুয়ারে’ সিআইডি, ভার্চুয়াল জেরায় রাজি অর্জুন

‘দুয়ারে’ সিআইডি, ভার্চুয়াল জেরায় রাজি অর্জুন

কলকাতা: নারদা মামলায় ইতিমধ্যেই সরগরম রাজ্যে। তৃণমূল কংগ্রেসের দুই মন্ত্রী, বিধায়কের গ্রেফতারিতে ব্যাপক উত্তেজনা। কেন্দ্রীয় সরকার তথা বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ শাসক দলের। এরই মাঝে গতকাল রাতে বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়িতে গিয়ে নোটিস দিয়ে এসেছে সিআইডির আধিকারিকরা৷ সমবায় ব্যাঙ্ক দুর্নীতি মামলায় অর্জুনকে আগামী ২৫ মে বেলা ১১টার সময় ভবনী ভবনে হাজিরা দেওয়ার কথা জানানো হয়েছে। তবে বিজেপি সাংসদ জানিয়েছেন তিনি সশরীরে হাজিরা দিতে যেতে পারবেন না। তবে ভার্চুয়াল জেরায় রাজি তিনি। 

অর্জুন সিংয়ের বক্তব্য, বর্তমান করোনাভাইরাস পরিস্থিতির জন্য তিনি ভবানী ভবনে হাজিরা দিতে যেতে পারবেন না। তবে তিনি ভার্চুয়াল মাধ্যমে জেলার জবাব দিতে প্রস্তুত বলে জানিয়েছেন। একইসঙ্গে এই মামলা পশ্চিমবঙ্গের বাইরে অর্থাৎ অন্য রাজ্যে নিয়ে যাওয়ার আবেদন করেছেন তিনি। এই ব্যাপারে বিজেপি সাংসদের দাবি, পশ্চিমবঙ্গে থাকলে সঠিক বিচার করা যাবে না। তাই শুধু তাঁর নয়, সব বিজেপি নেতাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত পশ্চিমবঙ্গের বাইরে কোনো রাজ্যের আদালতে, বলে দাবি তাঁর। অর্জুন সিং আরও দাবি করছেন, সিবিআই তৃণমূলের নেতা-মন্ত্রীদের গ্রেফতার করেছে বলেই তাঁর বিরুদ্ধে পুরনো একটি মামলায় নোটিস পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন বলেও দাবি করেছেন বিজেপি সাংসদ।

বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ জগদ্দলে অর্জুন সিংয়ের বাড়ি মজদুর ভবনে যান সিআইডির আধিকারিকরা। সেই সময় যদিও বাড়িতে ছিলেন না বিজেপি নেতা। বাড়ির বাইরে প্রায় এক ঘণ্টা অপেক্ষা করেও অর্জুনের দেখা না মেলায় বাড়ির দেওয়ালেই নোটিস সেঁটে দেন সিআইডির আধিকারিকরা। নোটিস লেখা রয়েছে, সমবায় ব্যাঙ্ক দুর্নীতি মামলায় তাঁকে তলব করা হচ্ছে। আগামী ২৫ মে বেলা ১১টার মধ্যে ভবানী ভবনে উপস্থিত হতে হবে তাঁকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *