‘ভাইপো বললে রেগে যায়’! এবার নাম ধরে তোপ দাগলেন অর্জুন সিং

‘ভাইপো বললে রেগে যায়’! এবার নাম ধরে তোপ দাগলেন অর্জুন সিং

 

নিজস্ব সংবাদদাতা, মধ্যমগ্রাম: একুশের নির্বাচনে বিজেপির বড় থেকে ছোট নেতা সকলেই নিশানা করছেন ‘ভাইপো’কে৷ শুভেন্দুর ‘তোলাবাজ ভাইপো’ মন্তব্যে হাততালির ঝড় বয়ে গিয়েছে গ্রামেগঞ্জে৷ ‘ভাইপো’কে বারবার নিশানা সানালেও প্রকাশ্যে তাঁর নাম উচ্চারণ করেননি শুভেন্দু৷ তবে কে এই ‘ভাইপো’? রবিবার মধ্যমগ্রামে গিয়ে তা স্পষ্ট করে বলে দিলেন অর্জুন সিং৷ বারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন, ‘‘ভাইপো বললে গায়ে লেগে যায়, আজ আমি বলছি, ভাইপো মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জীর ভাইপো৷’’ 

প্রসঙ্গত, ডায়মণ্ডহারবারের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘‘এক বাপের ব্যাটা হলে ভাইপো না বলে দেখাক বিজেপি নেতারা’’৷ রবিবার সেই চ্যালেঞ্জকে কার্যত গ্রহণ করলেন অর্জুন সিং৷ এদিন ‘ভাইপো’কে একহাত নিয়ে বিস্ফোরক অর্জুন বলেন, ‘‘ব্রাহ্মণ ঘরের সন্তান হয়ে গরুপাচারের টাকা খাচ্ছে, কয়লা পাচার করাচ্ছে, বালি পাচার করাচ্ছে৷’’ একইসঙ্গে ‘মানুষ পাচার’ করারও অভিযোগ তোলের অর্জুন সিং৷ পাশাপাশি অর্জুনের বিশ্বাস, ‘‘বাংলার নারীসুরক্ষা এমনই তলানীতে ঠেকেছে যে বাংলার মহিলারা আর মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে না৷’’  

একইসঙ্গে এদিন বিনয় মিশ্রকেও নিশানা করতে ছাড়েননি অর্জুন সি৷ বিনয় মিশ্রর বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ আনেন বারাকপুরের বিজেপি সাংসদ৷ বলেন, ‘‘বাড়িতে টিউশনি পড়াতো এই বিনয় মিশ্র, আর তাঁকেও জেড নিরাপত্তা দেয় মমতা বন্দোপাধ্যায়ের সরকার৷’’ একইসঙ্গে তাঁর দাবি, ‘‘পুলিশি নিরাপত্তায় বিদেশে টাকা জমা হচ্ছে অভিষেক বন্দোপাধ্যায়ের নামে৷ যাতে সাহায্য করছে বিনয় মিশ্র৷’’ মধ্যমগ্রামের মঞ্চ থেকে অর্জুন সিংয়ের দাবি, ক্ষমতার অপপ্রয়োগ করেও রাজ্যে আর ক্ষমতায় থাকতে পারবেন না মমতা বন্দোপাধ্যায়। যদিও বিজেপি সাংসদের তোলা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷ তাঁদের দাবি, বিজেপি সাংসদের নামে প্রচুর দুর্নীতি রয়েছে৷ তার তদন্ত চলছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 16 =