বাড়িতে হামলা, আক্রান্ত অর্জুন সিং, তৃণমূল বিধায়ক বললেন, ‘উনি নিজেই গুলি ছুড়েছেন’

Arjun Singh Sttacked at Bhatpara কলকাতা: ভাটপাড়ার বাড়িতে আক্রান্ত অর্জুন সিং৷ শুক্রবার সকালে অর্জুনের  বাড়ি ‘মজদুর ভবন’ লক্ষ্য করে ইট-বোমা-গুলি ছোড়ে দুষ্কৃতীরা৷ এই ঘটনাকে কেন্দ্র…

arjun singh attacked at bhatpara

Arjun Singh Sttacked at Bhatpara

কলকাতা: ভাটপাড়ার বাড়িতে আক্রান্ত অর্জুন সিং৷ শুক্রবার সকালে অর্জুনের  বাড়ি ‘মজদুর ভবন’ লক্ষ্য করে ইট-বোমা-গুলি ছোড়ে দুষ্কৃতীরা৷ এই ঘটনাকে কেন্দ্র করে জগদ্দলের মেঘনা মোড় এলাকায় উত্তেজনা ছড়ায়৷ অর্জুন জানান, তাঁর পায়ে বোমার স্‌প্লিন্টারের আঘাত লেগেছে৷ (arjun singh attacked at bhatpara )

পুলিশ থাকলেও তাঁরা কোনও ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ৷ তাঁদের সামনেই অর্জুনের নিরাপত্তারক্ষী এবং কর্মীদের উপর ইট, বোমা ছুড়ে হামলা করা হয়। প্রাক্তন সাংসদ বলেন, ‘‘২০-২৫ জন পুলিশকর্মীর সামনেই বোমা ছোড়া হয়। কয়েক জন পুলিশকর্মীকেও হামলাকারীরা ধাক্কা মেরেছে।’’ এই কাজ নমিত এবং তাঁর দলবলের বলেও  অভিযোগ জানিয়েছেন অর্জুন।

সোমনাথ শ্যামের বক্তব্য

অর্জুন জানান, সেই সময় তিনি বাড়ির দোতলায় ঘুমোচ্ছিলেন৷ হইহল্লার আওয়াজ পেয়েই নীচে নেমে আসেন। তখনই দুষ্কৃতীরা বোমা ছোড়ে।’’ যদিও জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম অবশ্য অর্জুনের আনা অভিযোগ পত্রপাঠ খারিজ করে দিয়েছেন। তাঁর বক্তব্য, ‘‘অর্জুন নিজেই গুলি ছুড়েছেন। আর ওঁর লোকেরা পিছন থেকে বোমা ছুড়েছে। সেই বোমাতেই তিনি আঘাত পেয়েছেন।’’
Bengal: Arjun Singh was attacked at his Bhatpara home with bricks, bombs, and gunfire. The incident led to tension in Jagaddal’s Meghna Mor area. Singh accused police of inaction during the attack. TMC MLA Somnath Shyam denies Singh’s allegations.