কলকাতা: পুলিশ যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করে এই অভিযোগ প্রথম থেকেই করে এসেছে বিজেপি এবং তা দিন দিন আরও বাড়ছে। এবার ভবানীপুর উপনির্বাচনকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে বিজেপির আক্রমণাত্মক ভঙ্গি আরও দৃঢ় হল। এবার তাদের বিরুদ্ধে আরো গুরুতর অভিযোগ করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি দাবি করেছেন, ভবানীপুরে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে সাদা পোশাকের পুলিশ। ভোটের দিনেও সরকারের পক্ষপাতিত্ব করছে তারা বলে অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন- নজরে মিত্র ইনস্টিটিউশন, কখন ভোট দিতে আসবেন মমতা-অভিষেক?
অর্জুন সিংয়ের বক্তব্য, তিনি খবর পেয়েছেন যে বড় বড় আবাসনে গিয়ে পুলিশ ভোটারদের হুমকি দিচ্ছে এবং তাদের ভোট দিতে যেতে বারণ করছে। পুলিশ নাকি এও বলছে যে কেউ ভোট দিতে গেলে তাদের চাকরি চলে যাবে, এমনই দাবি অর্জুনের! তিনি আরো বলেছেন, যে সমস্ত ভোটাররা গাড়ি নিয়ে বেরিয়ে ভোট দিতে যাচ্ছে তাদের গাড়িও আটকে দিচ্ছে পুলিশ। ইতিমধ্যেই নির্বাচন কমিশনে এমন অভিযোগ করেছে বিজেপি এবং যার ভিত্তিতে কমিশন রিপোর্ট করেছে। যদিও এখনো পর্যন্ত এই অভিযোগের কোনো সত্যতা আছে বলে প্রমাণ হয়নি কিন্তু নির্বাচন কমিশন বিষয়টি খতিয়ে দেখছে। প্রসঙ্গত এদিন সকাল থেকেই ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা শাসকদলের বিরুদ্ধে একেরপর এক অভিযোগ করে এসেছেন। বুথ দখলের অভিযোগ থেকে শুরু করে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগ করেছেন তিনি। যদিও নির্বাচন কমিশন তার অভিযোগ খারিজ করে দিয়েছে।