Aajbikel

নিরাপত্তা নিতে লজ্জা হয়! বারাকপুর কাণ্ডে পুলিশকে আবার বিঁধলেন অর্জুন

 | 
অর্জুন

কলকাতা: তৃণমূলের অস্বস্তি কি আরও কিছুটা বাড়িয়ে দিচ্ছেন অর্জুন সিংহ? বারাকপুরের ডাকাতি এবং খুনের ঘটনায় আরও একবার পুলিশকে বিঁধে মন্তব্য করলেন তিনি এবং রাজ্যের প্রশাসনের দিকেই পরোক্ষ আঙুল তুললেন বিজেপির টিকিটে লোকসভা ভোটে জিতে পুরনো দলে ফেরা এই নেতা। আগে পুলিশের শারীরিক সক্ষমতা নিয়ে কটাক্ষ করেছিলেন এই সাংসদ। এবার নিরাপত্তা ইস্যুতে তাদের বিঁধলেন তিনি। অর্জুনের মন্তব্য, ভিভিআইপি নিরাপত্তা নিতে তাঁর লজ্জা হয়। 

এদিন অর্জুন মন্তব্য করেন, একজন সাংসদ হয়ে সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারছেন না তিনি, এদিকে নিজে ভিভিআইপি নিরাপত্তা পাচ্ছেন। তাই তাঁর লজ্জা হয়। এক্ষেত্রে পুলিশকে নিশানা করে তাঁর মন্তব্য, সাধারণ মানুষ গুলি খেয়ে মরছে আর অপরাধীদের নিরাপত্তা দেওয়া হচ্ছে। তিনি আরও অভিযোগ করে বলেন, জেল থেকে বসে ব্যবসায়ীদের হুমকি দেওয়া হয়। টাকা ছাড়াও গাড়ি চাওয়া হয়। কিন্তু পুলিশ এই বিষয়ে কিছুই করে না। উল্লেখ্য, আজই এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ বলে সূত্রের খবর। হাওড়া স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। 

আগে এই ঘটনা নিয়ে পুলিশকে তোপ দেগে অর্জুনের বক্তব্য ছিল, পুলিশের ভূমিকা সঠিক নয়। প্রকৃত অপরাধীদের মাথায় অনেক রাজনৈতিক নেতাদের হাত আছে, এদিকে পুলিশ নিজের কাজ ঠিক মতো করতে পারছে না। তারা সম্পূর্ণ ব্যর্থ। আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, ভুঁড়ি নিয়ে হাঁটতেই পারে না অনেকে, তারা অপরাধীদের ধরবে কী ভাবে। 

Around The Web

Trending News

You May like