পিসি-ভাইপোর বিরুদ্ধে বিস্ফোরক অর্জুন, লকেটের নিশানায় বউ মা

পিসি-ভাইপোর বিরুদ্ধে বিস্ফোরক অর্জুন, লকেটের নিশানায় বউ মা

কলকাতা: ব্রিগেড মঞ্চে নরেন্দ্র মোদীর ভাষণ শুরুর আগেই আক্রমণের ঝাঁঝ বাড়ালেন অর্জুন সিং ও লকেট চট্টোপাধ্যায়৷ ‘পিসি-ভাইপো’র বিরুদ্ধে তোপ দাগলেন অর্জুন৷ বউ মা’কে আক্রমণ লকেটের৷ 

আরও পড়ুন-  ‘আজকের দিনটা স্বপ্নের মত…’ ব্রিগেড মঞ্চে আবেগাপ্লুত মিঠুন

এদিন অর্জুন সিং বলেন, ভাইপো চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, চুরি করেছি প্রমাণ করতে পারলে ফাঁসি বরণ করব৷ তোমাকে ফাঁসি বরণ করতে হবে না৷ বাংলার মানুষ তোমাকে এমন জায়গায় পাঠাবে যে আর ফেরত আসবে না৷ ২ মে ভোটের ফল ঘোষণার তিন দিন আগেই পিসি-ভাইপো পশ্চিমবাংলা ছেড়ে ব্যাংককে চলে যাবে৷ ব্যাংককে বউয়ের অ্যকাউন্ট আছে৷ বউমা জাল নাগরিকতা নিয়েছে৷ মৃত লোকের নাগরিকত্ব কিনে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জাল টাকা রাখা হয়েছে৷’’
আর সিবিআই যখন কালোটাকার তদন্ত করতে যাচ্ছে, তখন দিদিমনি বলছে বাড়ির বাচ্চা মেয়ের বিরুদ্ধে সিবিআই পাঠাচ্ছে৷ আপনার বউমা কয়লা চোর নয়৷ কিন্তু কয়লা চোরদের অ্যাকাউন্ট থেকে আপনার বউমা’র অ্যাকাউন্টে টাকা গিয়েছে৷ সেই তথ্য আমাদের কাছে আছে৷ 

আপনি বহিরাগতর কথা বলছেন, বউমাকে কোথা থেকে নিয়ে এসেছেন? উনি কি বহিরাগত নয়? নন্দীগ্রামেও তো আপনি বহিরাগত৷ নন্দীগ্রামের মানুষ আপনাকে ভোট দেবে না৷ তাই ভয়ে বলছেন টালিগঞ্জেও দাঁড়াতে পারি৷ আপনি বারাকপুরের যে কোনও বিধানসভা থেকে দাঁড়িয়ে দেখান৷ ওখানে একটা আসনও জিততে জেব না৷ 

অন্যদিকে, সুর চড়িয়ে লকেট বলেন, ‘‘সিবিআই বউমা’র বাড়ি পৌঁছে গিয়েছে, আর দিদিমনি পৌঁছে গিয়েছে বৌমাকে বাঁচাতে৷ উনি সিবিআইকে বলছেন, বাংলার বউমা’রা কয়লা চোর? আপনার বউ মাকে ধরেছে বলে বাংলার সব বৌমাকে ক.লা তোর বলছেন? বাংলার মেয়েদের অসম্মান করবেন না৷ আপনার বউমা কয়লা চোরের সঙ্গে যুক্ত থাকলে সিবিআই দেখবে৷ বাংলার মেয়েদের সঙ্গে তাঁর তুলনা করবেন না৷ বাংলার মেয়েরা অনেক অত্যাচারিত হয়েছে৷ তাঁরা কন্যাশ্রীর চাকা পায়নি৷ বরং ধর্ষণ করে জ্বালিয়ে মারা হয়েছে৷ একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে বাংলার মেয়েদের সুরক্ষা দিতে৷ 

আরও পড়ুন- পরিবর্তনের পরিবর্তন চেয়ে আজ মোদীর ব্রিগেডে টালিগঞ্জের একঝাঁক তারকা

বাংলার মেয়েদের উজ্জ্বলা যোজনা দেওয়া হয়েছে৷ বিনামূল্যে সিলিন্ডার দেওয়া হয়েছে, অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে৷ তিন তালাক বন্ধ করে মেয়েদের পাশে দাঁড়িয়েছে নরেন্দ্র মোদী সরকার৷    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 8 =