শঙ্কুদেবের সঙ্গে ‘চায় পে চর্চা’ অরিন্দমের! রুদ্রর মতো তিনিও…?

শঙ্কুদেবের সঙ্গে ‘চায় পে চর্চা’ অরিন্দমের! রুদ্রর মতো তিনিও…?

কলকাতা: বামপন্থার রুদ্রনীল ঘোষ তৃণমূল কংগ্রেস ঘুরে এখন নাম লিখিয়েছেন ভারতীয় জনতা পার্টি শিবিরের। বিজেপিতে যোগ দেবার পর পর রুদ্রনীল ঘোষের মতো অরিন্দম শীলকে নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে। অনেকেই অনুমান করছেন, টলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক এবং অভিনেতা অরিন্দম হয়তো বিজেপিতে যেতে পারেন। যদিওএই ব্যাপারে অরিন্দম শীল আগেই স্পষ্ট করেছেন যে তিনি বিজেপিতে যাচ্ছেন না এবং এই ধরনের খবর ভুল। তবে, ভারতীয় জনতা পার্টির অন্যতম নেতা শঙ্কুদেব পান্ডা যে তথ্য দিলেন তাতে ইতিমধ্যেই হইচই শুরু হয়ে গিয়েছে।

এদিন টুইটারে পরিচালক তথা অভিনেতা অরিন্দম শীলের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন শঙ্কুদেব পান্ডা। সেখানে লেখা রয়েছে, “আজ বিকেলে অরিন্দমদার সঙ্গে চায় পে চর্চা। আলোচনা হলেও সোনার বাংলা নিয়েও“! এই ছবি ভাইরাল হতেই এখন ব্যাপক শোরগোল পড়েছে টলিউড থেকে শুরু করে গোটা বাংলায়। তাহলে কি বিজেপিতে যাওয়ার জন্য পরের পদক্ষেপ নিয়ে নিলেন তিনি? যদিও বিজেপিতে তিনি যোগদান করছেন এমন কোনো ইঙ্গিত এখনো পর্যন্ত প্রত্যক্ষভাবে মেলেনি। এর আগে এক জনপ্রিয় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে অরিন্দম শীল স্পষ্ট করেছিলেন, তিনি কখনোই বিজেপিতে যাচ্ছেন না এবং এই ব্যাপারটা দলের উপর মহল পর্যন্ত সকলে জানে। তিনি এও জানিয়েছেন, শুধুমাত্র বিজেপি নয়, রাজনীতিতে আসার কোনো উৎসাহ ইচ্ছে তাঁর নেই।

ইতিমধ্যে রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে তাকালে টলিউড দুই ভাগ হয়ে গেছে। দেব, নুসরত, মিমি তো ছিলেনই, পরবর্তী ক্ষেত্রে সৌরভ দাস থেকে শুরু করে কৌশানি, দীপঙ্কর দে থেকে শুরু করে রনিতা দাস, সকলে একদিকে যেমন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, অন্যদিকে রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে কৌশিক, যশোর থেকে শুরু করে বাংলা সিরিয়ালের অত্যন্ত জনপ্রিয় মুখ পাপিয়া অধিকারী, রূপা থেকে শুরু করে অনেকেই বিজেপিতে যোগ দিয়েছেন। সব মিলিয়ে বলা যায়, বাংলার সিনেমা জগৎ এখন ‘জয় শ্রীরাম’, ‘জয় বাংলা’য় ভাগ হয়ে গিয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + thirteen =