‘ভাঙড় কেউ কেড়ে নিতে পারবে না’, জেল থেকে বেরিয়ে কান্না চাপা গলায় ‘হুঙ্কার’ আরাবুলেরর

কলকাতা: খুন-সহ একাধিক মামলায় গ্রেফতার হয়েছিলেন তৃণমূলের ‘তাজানেতা’ আরাবুল ইসলাম৷  দীর্ঘ পাঁচ মাস পর বুধবার জেল থেকে বেরলেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক৷ জেলের বাইরে পা রেখেই  তৃণমূল…

কলকাতা: খুন-সহ একাধিক মামলায় গ্রেফতার হয়েছিলেন তৃণমূলের ‘তাজানেতা’ আরাবুল ইসলাম৷  দীর্ঘ পাঁচ মাস পর বুধবার জেল থেকে বেরলেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক৷ জেলের বাইরে পা রেখেই  তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন তিনি৷ কিন্তু দলে তাঁর অবস্থান এখন কেমন? তিনি কি তৃণমূলে কোণঠাসা? প্রশ্নের জবাবে আরাবুল বলেন, যা বলার সাত দিন পরে বলব।

জেলে আরাবুলের শরীর অনেকটাই ভেঙে পড়েছে। তবে এদিন অনুগামীদের দেখে আবেগতাড়িত হয়ে পড়েন তৃণমূল নেতা। কান্না চেপে কাঁপা কাঁপা গলায় বলেন, ‘‘আমি অসুস্থ। সুস্থ হলে ভাঙড়ে মিডিয়াকে ডেকে সব কথা জানাব।’’ সেই সঙ্গে তাঁর সংযোজন, ‘‘কেউ ভাঙড় কেড়ে নিতে পারবে না। প্রশাসনে অনেক ব্যাপার আছে। কেউ কাউকে হঠাতে পারে না। আমি নির্বাচিত প্রতিনিধি। পঞ্চায়েত সদস্যেরা আমায় ভোট দিয়েছেন। টোটাল বিষয় নিয়ে আমি এক সপ্তাহ পরে কথা বলব।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *