কলকাতা: করোনার জেরে আগেই স্থগিত হয়ে গিয়েছে পুরসভার নির্বাচন৷ এবার কলকাতা পুরসভার বর্তমান বোর্ডের মেয়াদ শেষ হওয়ার আগে নজিরবিহীনভাবে প্রশাসক পদে ফিরহাদ হাকিমকে দায়িত্ব দিয়ে জারি হয়েছে বিজ্ঞপ্তি৷ এবার সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে মামলা৷ কোন প্রক্রিয়ায় কলকাতা পুরসভায় প্রশাসক নিয়োগ করা হল, তা জানতে চেয়ে জোড়া টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর৷ মুখ্যসচিবের থেকে ব্যাখ্যা না পেয়ে মুখ্যমন্ত্রীর থেকে তথ্য সরবরাহ করার আর্জি জানিয়েছেন রাজ্যপাল৷
কলকাতা পুরসভার প্রশাসক বসানো ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যপাল৷ তাঁকে না জানিয়ে প্রশাসক বসানো হয়েছে বলে ক্ষুব্ধ হয়েছেন তিনি৷ তাঁর অনুমতি চাওয়া হয়নি কেন? টুইটারে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল৷ সংবিধানে ১৬৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মুখ্যমন্ত্রীর থেকে তথ্য চেয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান৷ বৃহস্পতিবার টুইট করে রাজ্যপাল জানিয়েছেন, ‘‘মুখ্যসচিবের কাছ থেকে কোনও সাড়া পায়নি৷ সেই কারণে মুখ্যমন্ত্রীর কাছে জানতে চেয়েছি৷ গতকাল জারি করা বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্য চেয়েছি৷ রাজ্যপালকে তথ্য সরবরাহ করা মুখ্যমন্ত্রীর কর্তব্য৷ ১৬৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মুখ্যমন্ত্রীর এই কর্তব্য পালন করেন৷ এই বিজ্ঞপ্তির গভীর তাত্পর্য আছে৷’’
মুখ্যসচিবের কাছ থেকে কোনো সাড়া না পাওয়ায়, @MamataOfficial এর কাছে কলকাতা পৌরসভার মে 06, 2020 তে জারি করা অর্ডার সম্পর্কে জানতে চেয়েছি।
অনুচ্ছেদ 167 মোতাবেক মুখ্যমন্ত্রীর “কর্তব্য” রাজ্যপালকে তথ্য সরবরাহ করা।
এই অর্ডারটির গভীর তাৎপর্য আছে।(1/2)
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 7, 2020