দেশব্যাপী সাধারণ ধর্মঘটের দিনে স্কুল বন্ধ রাখার আর্জি

কলকাতা: রাজ্য সরকারে বিজ্ঞপ্তি উপেক্ষা করে আগামী ৮-৯ জানুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘটের দিনে স্কুল বন্ধ রাখার আবেদন জানিয়ে রাজ্যে বিভিন্ন প্রান্তে ডেপুটেশন দিল এসএফআই৷ শিক্ষাপ্রতিষ্ঠাগুলিতে যেভাবে আক্রমণ নেমে এসেছে তার বিরুদ্ধে এই ধর্মঘটে ছাত্রছাত্রীদের সামিল হওয়ার আহ্বান জানিয়ে ও অভিভাবকদের এই ধমর্ঘটে সমর্থন করার আবেদন জানানো হল। রাজ্যের বিভিন্ন জেলায় স্কুল, কলেজে দেওবা হল ডেপুটেশন।

দেশব্যাপী সাধারণ ধর্মঘটের দিনে স্কুল বন্ধ রাখার আর্জি

কলকাতা: রাজ্য সরকারে বিজ্ঞপ্তি উপেক্ষা করে আগামী ৮-৯ জানুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘটের দিনে স্কুল বন্ধ রাখার আবেদন জানিয়ে রাজ্যে বিভিন্ন প্রান্তে ডেপুটেশন দিল এসএফআই৷ শিক্ষাপ্রতিষ্ঠাগুলিতে যেভাবে আক্রমণ নেমে এসেছে তার বিরুদ্ধে এই ধর্মঘটে ছাত্রছাত্রীদের সামিল হওয়ার আহ্বান জানিয়ে ও অভিভাবকদের এই ধমর্ঘটে সমর্থন করার আবেদন জানানো হল।

রাজ্যের বিভিন্ন জেলায় স্কুল, কলেজে দেওবা হল ডেপুটেশন। অপর দিকে মাষ্টার মশাই, দিদিমনিদের স্কুলে না আসার জন্য অনুরোধ জানাল ছাত্র সংগঠন। সকলের জন্য জন্য শিক্ষা, শিক্ষান্তে চাকুরির দাবীতে ছাত্ররা ৮/৯জানুয়ারি দুদিন স্কুল, কলেজে আসবে না বলে জানায় এসএফআই। শুক্রবার সারাদিন সংগঠনের পক্ষ থেকে স্কুল কলেজে ধর্মঘটের প্রচারের সাথে দুস্থ মেধাবী মাধ্যমিক পরিক্ষার্থী হাতে টেষ্ট পেপার তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =