জ্বালানির দামে আগুন, করোনা কালে বাড়ল অ্যাপ ক্যাবের ভাড়া

জ্বালানির দামে আগুন, করোনা কালে বাড়ল অ্যাপ ক্যাবের ভাড়া

ed16b9520d83d6a5a2ee7e7c23366717

কলকাতা: করোনা পরিস্থিতি রাজ্য জুড়ে জারি রয়েছে বিধি নিষেধ৷ আগামী ১৫ জুলাই পর্যন্ত বিধি নিষেধের মেয়াদ বাড়ানো হলেও বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে৷ ট্রেন বাদে ছাড় মিলেছে গণ পরিবহণে৷ কিন্তু এরই মধ্যে ভাড়া বাড়ল অ্যাপ ক্যাবের৷ প্রতি ১ কিলোমিটারে ১০ টাকার পরিবর্তে এবার থেক দিতে হবে ১৪ টাকা ৭০ পয়সা৷ তবে টাইম চার্জ কমিয়ে দেড় টাকা থেকে ১ টাকা করা হয়েছে৷ সেই হিসাবে সব মিলিয়ে ১৫ শতাংশ ভাড়া বাড়ল অ্যাপ ক্যাবের৷ 

আরও পড়ুন- নারদ মামলা: হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি রাজ্যের

ক্যাব সংগঠনের এক সদস্যের কথায়, উবেরের ভাড়া ১৪ টাকা ৭০ পয়সা দেখানো হচ্ছে৷ অনেকেই ভাবছেন ৪৭ শতাংশ ভাড়া বেড়ে গিয়েছে৷ কিন্তু প্রতি মিনিটে আগে দেড় টাকা চার্জ নেওয়া হত, সেটা কমিয়ে ১ টাকা করা হয়েছে৷ যার জন্য আধ ঘণ্টা বা ১০ কিলোমিটার রাস্তার জন্য ১৫ টাকা ভাড়া কমে গেল৷ সব মিলিয়ে ভাড়া বেড়েছে ১৫ শতাংশ৷ তিনি আরও বলেন, আগে তেলের দাম ৬০ টাকা প্রতি লিটার ছিল৷ তার ভিত্তিতেই পুরনো ভাড়া ধার্য করা হয়েছিল৷ এখন তেলের দাম ৯০ টাকা প্রতি লিটার হয়ে গিয়েছে৷ তেলের দামের সঙ্গে সামাঞ্জস্য রেখেই ভাড়া বাড়ানো হয়েছে৷ এখানে ক্যাব চালকদের কোনও বাড়তি রোজগার নেই৷ বাড়তে উপার্জন নেই গাড়ির মালিকদেরও৷ হিসাব বলছে, আগে আধ ঘণ্টার পথ যেতে যদি ২০০ টাকা খরচ হত, এখন খুব বেশি হলে ২৩০ টাকা খরচ হবে৷  তবে ভাড়া বৃদ্ধিতে কিছুটা হলেও চিন্তায় যাত্রীরা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *