কলকাতা: সল্টলেকের করুণাময়ীতে আমরণ অনশনে বসেছিলেন ২০১৪ টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা৷ প্রশাসনের বারবার অনুরোধ সত্ত্বেও তারা উঠতে রাজি ছিলেন না। তবে বৃহস্পতিবার মধ্য রাতে তাঁদের ‘জোর করে’ অবস্থান থেকে তুলে দেয় পুলিশ। ধাপে ধাপে আটক করা হয় টেট উত্তীর্ণ নন-ইনক্লুডেড প্রার্থীদের। বাসে তুলে সেখান থেকে তাঁদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর থেকে রাজ্যজুড়ে ব্যাপক উত্তাপ ছড়িয়ে পড়েছে। সরকার বিরোধী রাজনৈতিক দলগুলি তো বটেই, অন্যান্য নামী ব্যক্তিত্বরাও এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। তার আঁচ গিয়ে পড়েছে টলিপাড়াতেও। সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন অভিনেত্রী অপর্ণা সেন, ঋদ্ধি সেনরা।
আরও পড়ুন- নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত… ‘ডু অর ডাই’ বলছেন চাকরিপ্রার্থীরা
অভিনেত্রী এবং পরিচালক অপর্ণা সেন অন্যতম ‘বুদ্ধিজীবী’ বলেও পরিচিত। যদিও তাঁকে একাধিকবার সমালোচনার শিকার হয়ে হয়েছে এই অভিযোগে যে তিনি তৃণমূল সরকার বিরোধী কোনও কথা বলেন না। কিন্তু এবার অপর্ণা সরব হলেন ব্যাপকভাবে। করুণাময়ীতে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে টুইট করেছেন তিনি। সেখানে লেখেন, ”অহিংস আন্দোলনের জন্য ১৪৪ ধারা জারি হল! কেন? পশ্চিমবঙ্গ সরকারের এই অগণতান্ত্রিক এবং অনৈতিক পদক্ষেপের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাচ্ছি। তৃণমূল সরকার অনশনকারীদের গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন করছে।”
এদিকে অভিনেতা ঋদ্ধি সেন সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ”ধিক্কার মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশকে এক শান্তিপূর্ণ, যোগ্য আন্দোলনের গায়ে এমন বীভৎস আঘাত করার জন্যl এই জঘন্য কাজের মাশুল গুনতে হবে রাষ্ট্রকে।”
কিছুদিন আগে ঋদ্ধি এবং তাঁর বাবা-মা অর্থাৎ কৌশিক সেন এবং রেশমি সেনও চাকরিপ্রার্থীদের অনশন মঞ্চে গিয়েছিলেন তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিতে।