সৌরভকে দেখতে শহরে অনুরাগ, মঙ্গলবার আসছেন দেবী শেঠি

ডোনা গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন যে সকলের প্রিয় দাদা আপাতত ভালোই আছেন। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে সৌরভের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে

কলকাতা: নতুন বছরের শুরুটা কার্যত আশঙ্কা দিয়েই শুরু হয়েছে বাংলা এবং বাঙালির। হৃদরোগের সমস্যা নিয়ে নতুন বছরের দ্বিতীয় দিন এই হাসপাতলে ভর্তি হতে হয়েছে মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তবে আশঙ্কার কোন কারণ নেই তা ইতিমধ্যেই জানিয়েছেন চিকিৎসকরা। ইতিমধ্যেই তার সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্যপাল জগদীপ ধনকড়, ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার সৌরভকে দেখতে শহরে এসে পৌঁছলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। জানা গিয়েছে আগামীকাল সৌরভ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসার আগামী প্রস্তুতি নির্ধারিত করতে শহরে আসছেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবি শেঠি।

সৌরভ জায়া ডোনা গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন যে সকলের প্রিয় দাদা আপাতত ভালোই আছেন। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে সৌরভের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে, যদিও এখনও অত্যন্ত কঠোরভাবে তাঁকে পর্যবেক্ষণে রেখেছে চিকিৎসকরা। এই পরিস্থিতিতে আগামীকাল বিশিষ্ট হূদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি ও তাঁর টিম আসছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ককে দেখতে। এদিকে আজ শহরে এসেছেন প্রাক্তন বিসিসিআই সভাপতি তথা বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখতে এসেও রাজনীতির কথা বলতে ছাড়েননি তিনি। বহিরাগত ইস্যুতে রাজ্যের সরকারকে তোপ দেখেছেন তিনি। মন্তব্য করেছেন, ভারত সরকারের কোন মন্ত্রী রাজ্যে আসলে তাকে বাইরের লোক বলা হচ্ছে, তাহলে এখানকার লোক কারা সেই প্রশ্ন তুলবেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রিসভার কেউ পশ্চিমবঙ্গে আসলে সে কি অপরাধ করে ফেলেন, প্রশ্ন তুলেছেন অনুরাগ। একইসঙ্গে বলেছেন, রাজ্যে আসার সবার অধিকার আছে, এটি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটি। 

হাসপাতাল সূত্রের খবর, এদিন সকাল সাড়ে ১১ টা নাগাদ সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা নিয়ে ৯ সদস্যের মেডিকেল বোর্ড আলোচনায় বসে। আগামীকাল সকালে সৌরভকে দেখতে আসবেন চিকিৎসক দেবী শেটি, তারপরেই নির্ধারিত হবে সৌরভের পরবর্তী এনজিওপ্লাস্টি কবে হবে। এদিকে সৌরভের হৃৎপিণ্ডের ৩টি ধমনীতে ‘ব্লক’ ধরা পড়েছে। ডান দিকের ধমনীতে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে স্টেন্ট বসানো হয়েছে ইতিমধ্যেই। বাঁ দিকের দু’টি ধমনীতে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করতে হবে কি না তাঁর সিদ্ধান্ত পরবর্তী ক্ষেত্রে নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + one =