নয়াদিল্লি: সমস্ত জল্পনা কাটিয়ে অবশেষে বিজেপিতেই নাম লেখালেন তৃণমূলের বহিষ্কৃত সাংসদ অনুপম হাজরা৷ আজ, দুপুরে দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়সহ শীর্ষ নেতৃত্বের হাত থেকেই দলীয় পতাকা তুলে দেন তিনি৷ দলবদলের কয়েক ঘণ্টা আগেই বিজয়বর্গীয়র সঙ্গে সেলফি তুলে তৃণমূলের বহিষ্কৃত সাংসদ অনুপম হাজরা লেখেন, ‘‘নতুন করে শুরু করতে চলেছি৷’’ এই পোস্ট করার পরই আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে নাম লেখান বোলপুরের এই সাংসদ৷
Trinamool Congress MP Anupam Hazra to join BJP. (file pic) pic.twitter.com/D0JnMOoJ8H
— ANI (@ANI) March 12, 2019
২০১৪ সালের বোলপুর লোকসভা কেন্দ্র থেকে ৪৮.৩৩ শতাংশ ভোট পেয়েছিলেন অনুপম। নিকটতম প্রতিদ্বন্দী সিপিআইএমের রামচন্দ্র ডোমের সঙ্গে তাঁর ব্যবধান ছিল প্রায় ২.৫ লক্ষ। ওই বছর ওই কেন্দ্রে তৃণমূলের ভোট বেড়েছিল প্রায় ৩৮ শতাংশ। চলতি বছরের শুরুতে তৃণমূল থেকে বহিষ্কার হন অনুপম৷
বিজেপি সূত্রের খবর, বোলপুর থেকেই অনুপমকে প্রার্থী করতে চলেছে তারা। সেক্ষেত্রে তৃণমূল প্রার্থী অসিত মালের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দিতা হবে তাঁর৷ বিজেপির দাবি, অধ্যাপক হিসাবে বোলপুরের মানুষের মধ্যে অনুপম বেশ জনপ্রিয়৷ সাংসদ হিসাবেও জনপ্রিয়৷ তাই অনুপমকে সামনে রেখে বোলপুর আসনটি দখলে ঝাঁপাবে বিজেপি৷