কলকাতা: গত সপ্তাহে গরু পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের পর এবার ভোট পরবর্তী হিংসা মামলায় মঙ্গলবার সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। মঙ্গলবার দুপুর একটায় সল্টলেকের সিজিও কম্প্লেক্সে সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার কথা তাঁর। কিন্তু এখন প্রশ্ন হল মঙ্গলবার কি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের মুখোমুখি হবেন তৃণমূলের বীরভূম জেলার সভাপতি? সিবিআই দপ্তরে হাজিরা দিতে আজ অর্থাৎ মঙ্গলবার কি কলকাতায় আসছেন কেষ্ট?
উল্লেখ্য বৃহস্পতিবারই কলকাতার নিজাম প্যালেসে গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। সেখানে টানা আড়াই ঘণ্টা জেরার পর সিবিআই দপ্তর থেকেই তিনি সোজা চলে যান এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে। ওই দিন নাকি আগে থেকেই ডাক্তারি অ্যাপোয়েন্টমেন্ট ছিল তাঁর। সেই সঙ্গে একটানা ম্যারাথন জেলায় অসুস্থ বোধ করায় প্রায় সাড়ে তিন ঘন্টা হাসপাতালে ছিলেন কেষ্ট। ঘনিষ্ঠ মঙ্গল সূত্রে খবর, সিবিআই আধিকারিকদের ম্যারাথন জেরায় রক্তচাপ বেড়ে যায় অনুব্রতর। তাঁকে বেশ কিছুক্ষণ অক্সিজেনও নিতে হয় হাসপাতালে গিয়ে। কিন্তু এখন প্রশ্ন হল গত সপ্তাহের এত ধকলের পর আজ অর্থাৎ মঙ্গলবার কি ফের কলকাতায় এসে সিজিও কম্প্লেক্স সিবিআই আধিকারিকদের সামনে হাজিরা দেবেন কি অনুব্রত?
ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, মঙ্গলবার হয়তো সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের সামনে হাজিরা দিচ্ছেন না তিনি। কারণ হিসেবে জানা যাচ্ছে, তাঁর শারীরিক অসুস্থতা। সেক্ষেত্রে কেন তিনি হাজির হতে পারলেন না, সেই কারণ জানিয়ে অনুব্রতর আইনজীবী যেতে পারেন সিবিআই কার্যালয়ে। উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসা মামলায় কলকাতা হাই কোর্ট আগেই রক্ষাকবচ দিয়েছিল অনুব্রতকে। জানিয়ে দেওয়া হয়েছিল, তদন্তে সহযোগিতা করলে তাঁকে গ্রেপ্তার করা যাবে না। সেই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই মঙ্গলবার তাঁকে তলব করা হয়েছিল। এদিকে গরু পাচার কাণ্ডেও তাঁকে ফের হাজিরা দিতে বলা হয়েছিল নিজাম প্যালেসে। তবে শোনা যাচ্ছে, সেই তলবেও আপাতত কলকাতায় যাবেন না তিনি।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>