স্ত্রী-কন্যা থেকে সায়গল! অনুব্রত-ঘনিষ্ঠদের নামে কোটি কোটি টাকার রেজিস্টার্ড সম্পত্তি, জানাল CBI

স্ত্রী-কন্যা থেকে সায়গল! অনুব্রত-ঘনিষ্ঠদের নামে কোটি কোটি টাকার রেজিস্টার্ড সম্পত্তি, জানাল CBI

8d6fdbc88450508cbb3fb9d035e65ad6

বোলপুর: গরু পাচার মামলার তদন্তে নেমে মিলছে একের পর এক সম্পত্তির খোঁজ৷ এবার উঠে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য৷ অনুব্রত মণ্ডলের পরিবার-পরিজন ও ঘনিষ্ঠদের নামে কোটি কোটি টাকার রেজিস্টার্ড সম্পত্তির হদিশ পেলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা৷ 

আরও পড়ুন- বাড়ি থেকে কিছুই পাওয়া যায়নি! জামিনের আবেদন পার্থর

সিবিআই সূত্রে খবর, বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের একার নামেই রয়েছে ২৪টি রেজিস্টার্ড সম্পত্তি৷ পাশাপাশি তাঁর দেহরক্ষী তথা সর্বক্ষণের ছায়াসঙ্গী সায়গল হোসেনের নামে রয়েছে ৪৭টি নথিভুক্ত সম্পত্তি৷ এখানেই শেষ নয়৷ অনুব্রতর মেয়ে সুকন্যার নামে ২৬টি ও অনুব্রতর স্ত্রী ছবি মণ্ডলের নামে ১২টি জায়গায় নথিভুক্ত সম্পত্তি খুঁজে পেয়েছেন সিবিআই আধিকারিকরা। সূত্রের দাবি, অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত বোলপুর পুরসভার কর্মী বিদ্যুৎবরণ গায়েনের নামে ৩২টি ও বিদ্যুতের স্ত্রী মহুয়ার নামে ২টি জায়গায় সম্পত্তির খোঁজ মিলেছে। অনুব্রতর আরও এক ঘনিষ্ঠ কমলকান্তি ঘোষ ও তাঁর পরিবারের সদস্যদের নামেও ১৮টি জায়গায় রেজিস্টার্ড সম্পত্তি রয়েছে বলে সিবিআই সূত্রে দাবি।

এই সম্পত্তির বিস্তার শুধু লাল মাটি জুড়েই নয়, সম্পত্তি রয়েছে অন্যত্রও৷ এর আগেও বহু সম্পত্তির হদিশ মিলেছে বলে সিবিআই সূত্রে দাবি৷ গরু পাচার মামলায় গ্রেফতারের পর সিবিআই-এর সামনে পরিবার ও নিজের নামে বেনামি সম্পত্তি থাকার অভিযোগ অস্বীকার করেছিলেন কেষ্ট। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বুক চিতিয়ে বলেছিলেন, ‘ সিবিআই-ই বলুক না কী আছে। আমার কোনও বেনামি সম্পত্তি নেই!’

অনুব্রত বেআইনি সম্পত্তির অভিযোগ ওড়ালেও প্রথম থেকেই সিবিআই-এর নজরে রয়েছে তাঁর পরিবারের ও ঘনিষ্ঠদের সম্পত্তি। ইতিমধ্যেই অনুব্রতর মেয়ে সুকন্যা ও তাঁর কিছু আত্মীয়ের ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিট ফ্রিজ করেছে কেন্দ্রীয় সংস্থা। এরই মধ্যে তাঁরা হানা দেন অনুব্রত মণ্ডলের প্রয়াত স্ত্রী ও মেয়ের নামে থাকা বোলপুরের ভোলে ব্যোম রাইস মিলে৷ সেখান গিয়েও পাঁচটি দামী গাড়ি উদ্ধার করে সিবিআই৷ 

এর পাশাপাশি কালিকাপুর ও গয়েশপুর মৌজায় একাধিক সম্পত্তির নথি খুঁজে পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। যেগুলির মালিকানা রয়েছে অনুব্রতর প্রয়াত স্ত্রী ছবি মণ্ডল ও মেয়ে সুকন্যা মণ্ডলের নামে।  এর মধ্যে শুধুমাত্র গয়েশপুর মৌজাতেই রয়েছে ২৮টি জমি। যার ১৫টির মালিকানা রয়েছে থবি মণ্ডলের নামে৷ জানা গিয়েছে, ২০১৪ থেকে ২০১৭, এই চার বছরের মধ্যে এই বিপুল সম্পত্তি কেনা হয়। বীরভূমের পাশাপাশি পুরুলিয়াতেও একাধিক চালকল রয়েছে বলে জানাচ্ছে সিবিআই। সেই চালকলগুলিরও অংশীদার অনুব্রত-কন্যা সুকন্যা৷