‘অনেকসময় ভেড়ার পাল চলে যায়, কিছু যায় আসে না’, দলবদলে বিস্ফোরক অনুব্রত

‘অনেকসময় ভেড়ার পাল চলে যায়, কিছু যায় আসে না’, দলবদলে বিস্ফোরক অনুব্রত

 

নিজস্ব সংবাদদাতা, সিউড়ি: মঙ্গলবার মন্ত্রিত্ব ছেড়েছেন লক্ষ্মীরতন শুক্লা৷ একই সঙ্গে তিনি ছেড়েছেন তাঁর জেলা সভাপতির পদও৷ এদিন অনুব্রতকে এপ্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি স্পষ্ট করে কোনও প্রতিক্রিয়া দেননি৷ অনুব্রত বলেন, চাষীদের ঘর থেকে অনেক সময় ভেড়ার পাল বেরিয়ে যায়৷ তাতে কি কোনও ফারাক হয়৷ অনুব্রতর এই প্রতিক্রিয়া নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে৷ তাহলে কী এবার গেরুয়া শিবিরের হাত ধরতে চলছে শুক্লা? তার আঁচ পেয়েই কী এমন প্রতিক্রিয়া অনুব্রতর উঠছে প্রশ্ন৷ 

বীরভূমে পুজো দিতে এসে অনুব্রতর ‘ঠেঙিয়ে পগারপার’ মন্তব্যের পাল্টা দেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়৷ বলেন, ‘মেরে চামড়া গুটিয়ে দেওয়া হবে’৷ একইসঙ্গে তিনি বলেন, ‘আর চার মাস পর অনুব্রত মণ্ডলকে জেলে পাঠানো হবে৷’ এদিন এই প্রসঙ্গে প্রসঙ্গে অনুব্রতকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, রাজু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি কিছু বলতে রাজি নন ৷ ঠিক এর পরেই অনুব্রত বলেন, ‘ওরা বিড়ালের বাচ্চা, বেশি লাফালাফি করে৷’

নির্বাচনের আগে অনুব্রতর বাক্যবাণ প্রতিবারই দৃষ্টি আকর্ষণ করে জনতার৷ এবার ভোটের ঢাকে কাঠি পড়তে আর মাত্র কিছু মাস বাকি৷ তার আগেই কেষ্টর এক একটি মন্তব্য ঝড় তুলেছে বাংলার রাজনীতিতে৷ যদিও তাকে পাল্টা দিতে পিছিয়ে নেই গেরুয়া শিবির৷ একুশের নির্বাচন যত এগিয়ে আসছে রাজনৈতিক নেতাদের বাকযুদ্ধে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে বাংলা রাজনীতি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *