Aajbikel

বিচারপতি অনুপস্থিত, দিল্লি হাই কোর্টে ফের পিছল অনুব্রত মামলার শুনানি

 | 
অনুব্রত

কলকাতা: বিচারপতি অনুপস্থিত৷ দিল্লি হাই কোর্টে ফের পিছল তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মামলার শুনানি। সোমবার বিচারপতি দীনেশকুমার শর্মার এজলাসে ছিল অনুব্রতের আবেদনের শুনানি৷ তবে বিচারপতি অনুপস্থিত থাকায় এদিন আর শুনানি হয়নি। পরবর্তী শুনানির দিনও এখনও ধার্য হয়নি। তবে চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা রয়েছে বলে আদালত সূত্রে খবর।

আরও পড়ুন- নেতাজি যে দেশের জন্য লড়েছেন, সেই দেশই তাঁর বিরুদ্ধে ছিল, কলকাতায় বললেন ভগবত

গরু পাচার মামলায় অভিযুক্ত তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেষ্টকে দিল্লি নিয়ে যেতে আদালতের দ্বারস্থ হয়েছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। ইডি-র আবেদনে সাড়া দিয়ে অনুব্রতকে দিল্লিতে হাজিরার নির্দেশ দেয় রাউস অ্যাভিনিউ কোর্ট। তবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টে মামলা ররেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি৷ 

গরু পাচার মামলা আপাতত নিম্ন আদালতে বিচারাধীন৷ ফলে দিল্লিতে হাজিরার নির্দেশ কার্যকর করতে পারছে না ইডি। এদিকে, ডিসেম্বর থেকে বার বার গরু পাচার মামলার শুনানি পিছিয়েছে। সোমবার শুনানি হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। ফলে সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রতর ঠিকানা এখনও সেই আসানসোলের সংশোধনাগার৷ 

Around The Web

Trending News

You May like