নরেন্দ্র মোদীকে খোলা চ্যালেঞ্জ অনুব্রতর, তুলোধোনা NRC-CAA নিয়ে

নরেন্দ্র মোদীকে খোলা চ্যালেঞ্জ অনুব্রতর, তুলোধোনা NRC-CAA নিয়ে

22d2089925a512bff9b1b1bcbfba71da

কেতুগ্রাম: একুশের ভোটকে পাখির চোখ করে রাজনীতির আঙিনায় শুরু হয়ে গিয়েছে প্রচার যুদ্ধ শুক্রবার কেতুগ্রামে সভা করলেন অনুব্রত মণ্ডল৷ এদিম তাঁর নিশানায় ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি খোলা চ্যালেঞ্জ ছুড়লেন নমোকে৷

আরও পড়ুন- লালার বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা, বাড়ল এনামুলের সিবিআই হেফাজতের মেয়াদ

এগিন মোদীর বিরুদ্ধে তোপ দেগে কেষ্ট বলেন, ক-ষক বা খেটে খাওয়া মানুষগুলোর উপকার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ কিন্তু তাঁধের জন্য কিছুই করা হয়নি৷ এর জন্য প্রধানমন্ত্রীর লজ্জা হওয়া উচিত৷ আজ প্রবল ঠাণ্ডার মধ্যে দিল্লি সীমান্তে কৃষকরা পড়ে রয়েছে৷ তাঁরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন৷ অথচ তাঁদের খুবরটুকুও নেন না প্রধানমন্ত্রী৷ কারণ উনি আইন পাশ করে দিয়েছেন৷ ‘‘কৃষককে মারতে চলেছ৷ সংসদে কি তোমার জমিদারি চলছে?’’ তোপ অনুব্রতর৷ 

তাঁর কথায়, আলু, ধান সব বড় বড় পুঁজিবাদীরা কিনে নেবে৷ তার উপর বলা হচ্ছে সিএএ করা হবে৷ অমিত শাহ বলে গিয়েছেন, এনআরসি চালু করা হবে৷ তাঁর হুঙ্কার, মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে এনআরসি করতে পারবে না বিজেপি৷ এর পরেই চ্যালেঞ্জ ছুড়ে অনুব্রত বলেন, ‘‘তোমার বাংলায় আসার ক্ষমতা আছে তো? পারবে না৷ রক্তগঙ্গা বইয়ে দেব৷ কিন্তু এনআরসি করতে দেব না৷ চ্যালেঞ্জ করে গেলাম৷’’ 

বাংলার টাকা ফিরিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি৷ বলেন, এটা ভিক্ষা নয়৷ বাংলার হকের টাকা৷ তাঁর দাবি, একুশের লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এঁটে উঠতে পারবেন না মোদী৷ ১৭টা বিষয়ে এক নম্বরে রয়েছে বাংলা৷ এই কৃতিত্ব আর কোনও রাজ্যের নেই৷ এর পরেও কী ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুলনা করা হচ্ছে? প্রশ্ন তাঁর৷  

আরও পড়ুন- ‘ক্ষমতা দিয়ে লোক আনবেন উনি’! নন্দীগ্রামে মমতার সভার পাল্টা সভা করার বার্তা শুভেন্দুর

বলেন, ‘‘আমরা উন্নয়ন করতে জানি৷ মানুষকে ভালোবেসে তাঁদের পাশে থাকতি জানি৷ তোমার মতো মিথ্যা কথা আমরা বলি না৷ নরেন্দ্র মোদী মানুষকে ঠকায়৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ঠকায় না৷’’ তাঁর কথায়, একুশের নির্বাচন ভয়ঙ্কর হতে চলেছে৷ কিন্তু আমাদের কোনও ভয় নেই৷ কাকে ভয় করব? আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি৷ আমাদের কোনও ভয় নেই৷ নরেন্দ্র মোদী শুধু দাঙ্গা লাগাতে পারেন৷ হিন্দু-মুসলিম ভাবাবেগ উস্কে দিতে পারেন৷ সিপিএম নয় বিজেপি’কে চ্যালেঞ্জ করে বলব, ১৪টা বিধানসভায় সভা করুক৷ ওরা ৫ হাজার লোক আমলে আমি ১ লক্ষ লোক আনব৷ ক্ষমতা থাকলে নরেন্দ্র মোদীকে নিয়ে আসুক৷ আমি ২ লক্ষ লোক এনে দেখাব৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে মানুষ আসবে৷ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে রক্ষা করছে৷ মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে বাংলাও থাকবে না৷     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *