নাড্ডার সভায় মাত্র একহাজার লোক! ‘খেলা শুরু হয়ে গেছে’, বললেন অনুব্রত

নাড্ডার সভায় মাত্র একহাজার লোক! ‘খেলা শুরু হয়ে গেছে’, বললেন অনুব্রত

নিজস্ব সংবাদদাতা, সিউড়ি: দুপকেটে মিথ্যা কথা ভরে আনেন মোদী৷ আঁচলে করে উন্নয়ন আনেন মমতা৷ উবাচ অনুব্রতর৷ অনুব্রতর গড়ে নাড্ডার নেতৃত্বে পরিবর্তন যাত্রা করছে বিজেপি, আর অনুব্রত তা নিয়ে কিছু বলবেন না, তা কী হয়? নাড্ডার সভায় মাত্র এক হাজার লোক এসেছে বলে কটাক্ষ অনুব্রতর৷  একইসঙ্গে নিশানা করলেন মোদীকে৷ বললেন, মিথ্যের ঝুলি সাজিয়ে বাংলায় আসেন প্রধানমন্ত্রী৷ অনুব্রতর বলেন, বাংলায় এলে দুপকেটে ভরে ভরে মিথ্যে কথা নিয়ে আসেন মোদী৷ আর এক একটা করে ছাড়েন৷ 

একটি স্মার্টফোনে ছবি দেখিয়ে অনুব্রত এদিন দাবি করেন, মাত্র এক হাজার লোক হয়েছে নাড্ডার সভায়৷ একইসঙ্গে বলেন, এর জন্য দিল্লি যেতে যেতে কৈলাস বিজয়বর্গীয়কে গালিগালাজ করবেন জগত প্রকাশ নাড্ডা৷ এদিন দলত্যাগীদের প্রসঙ্গে অনুব্রতর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী তৈরি করে নেয়৷ অনুব্রত মণ্ডল তৃণমূল ছেড়ে গেলেও দলের কিছু যাবে আসবে না৷

সাংবাদিকেরা এদিন অনুব্রতকে নাড্ডার পরিবর্তন যাত্রার প্রসঙ্গে বলতে বললে তিনি বলেন, লোকই তো আসেনি৷ তিনি আর কী বা বলবেন৷ একইসঙ্গে অনুব্রতর কথায়, খেলা শুরু হয়ে গেছে তাই তো লোক আসেনি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − fifteen =