‘প্রভাবশালী’ অনুব্রতকে ভিন রাজ্যে নিয়ে যেতে চায় CBI, কেষ্ট বললেন, ‘বললেই হয়ে যাবে নাকি’?

‘প্রভাবশালী’ অনুব্রতকে ভিন রাজ্যে নিয়ে যেতে চায় CBI, কেষ্ট বললেন, ‘বললেই হয়ে যাবে নাকি’?

44cf11057f0d34bfe1f9cdf079e99b50

আসানসোল: গরু পাচার মামলায় তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার পর নজরে রয়েছে তাঁর ঘনিষ্ঠদের সম্পত্তি৷ একের পর এক চালকলে হানা দিয়ে খানাতল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ এরই মধ্যে জোর গুঞ্জন ‘প্রভাবশালী’ যুক্তিতে ভিন্‌রাজ্যে পাঠানো হতে পারে অনুব্রত মণ্ডলকে৷ বুধবার এ প্রসঙ্গে তাঁর কাছে জানতে চাওয়া হলে তাঁর পাল্টা প্রশ্ন— ‘‘এটা নিয়ম আছে না কি? বললেই হয়ে যাবে!’’ 

আরও পড়ুন- ‘আমি নিজেই আদালতের কাছে CBI তদন্ত চাইব’, বিচারককে হুমকি চিঠি প্রসঙ্গে অনুব্রত

গরুপাচার-কাণ্ডে গ্রেফতার বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ১৪ দিনের সিবিআই হেফাজতের মেয়াদ ফুরচ্ছে বুধবার৷ এদিন সকালেই নিজাম প্যালেস থেকে তাঁকে নিয়ে আসানসোলে বিশেষ আদালতের উদ্দেশে রওনা হয় সিবিআই। সেই সময় তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, কেন সিবিআই তাঁকে ‘প্রভাবশালী’ তকমা দিচ্ছে? জবাবে অনুব্রত বলেন, ‘‘ওটা সিবিআই-এর কথা।’’ সিবিআইয়ের এই উক্তিকে ‘তোতাবুলি’ বলেও কটাক্ষ করেন তিনি।

অন্যদিকে তৃণমূলনেত্রীর উদ্দেশে তাঁর মন্তব্য, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন অনেক করেছেন।’’ তিনি এও জানান, তাঁর শরীর আগের চেয়ে ভাল রয়েছে। তবে অনুব্রতকে ‘প্রভাবশালী’ হিসাবে গণ্য করা নিয়ে নতুুন করে শোরগোল পড়েছে৷ গরুপাচার-কাণ্ডের মূল পাণ্ডা এনামুল হক বন্দি রয়েছে দিল্লির তিহাড় জেলে৷ প্রভাবশালী অনুব্রতকেও ভিন্‌রাজ্যে পাঠানোর জন্য সিবিআই ‘সক্রিয়’ হবে বলেই সূত্রের খবর। এর আগে গত শনিবার আসানসোলের বিশেষ আদালতে অনুব্রতের জামিনের আবেদন করেছিলেন তাঁর আইনজীবী। কিন্তু, সেই আবেদনের বিরোধিতা করে সিবিআইয়ের আইনজীবীর বক্তব্য ছিল, ‘‘উনি অত্যন্ত প্রভাবশালী। রাজ্য সরকারের সঙ্গে ওঁর যোগাযোগ আছে।’’ এই যুক্তি শোনার পরই অনুব্রতের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিলেন বিচারক।