বোলপুর: বাংলায় করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, নির্বাচনের প্রচারের জন্য বাইরে থেকে লোক নিয়ে বাংলায় এসে তারা ভাইরাস বাড়িয়ে দিয়ে পালিয়ে যাবে। আজ কার্যত একই কথা বললেন বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর বক্তব্য, বিজেপি সরকারের জন্যই করোনা ছড়াচ্ছে রাজ্য জুড়ে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করলেন, রাজ্যে করোনার এত বাড়াবাড়ি বিজেপির জন্যই হয়েছে। বাইরে থেকে লোক রাজ্যে ঢুকিয়ে সংক্রমণ বাড়াচ্ছে তারা। অনুব্রতর বক্তব্য, অন্য রাজ্যে যেখানে ২৩৪টি আসন, সেখানে এক দফায় নির্বাচন হচ্ছে। কিন্তু এ রাজ্যে ২৯৪টি আসনে নির্বাচন হচ্ছে ৮ দফায়। কেন হচ্ছে তার জবাব কমিশন দেবে। এই প্রসঙ্গে নির্বাচন কমিশনকে ফের একবার ‘ধৃতরাষ্ট্র’ বলে কটাক্ষ করেন তিনি। পাশাপাশি দাবি করেন, বিজেপির জন্য করোনা বাড়ছে তা বুঝতে পারছেন মানুষ, ব্যবস্থা তারাই নেবেন। যদিও এই মন্তব্যের গুরুত্ব দিতে রাজি নয় রাজ্যের বিজেপি নেতৃত্ব। তাদের বক্তব্য, করোনা পরিস্থিতি সামলাতে আগেই ব্যর্থ হয়েছে রাজ্যের সরকার। তাই এইসব যুক্তি দিয়ে লাভ হবে না।
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে এই বিষয়ে আক্রমণ করে বলেছিলেন, আগের বছর করোনা ভাইরাস সংক্রমণ ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়েছিল এবং বহু লোক মারা গিয়েছে। তারপরে এখন আবার সংক্রমণ বৃদ্ধি হচ্ছে ব্যাপকভাবে। কিন্তু এই এক বছর ধরে কেন্দ্রীয় সরকার কোনো কাজ করেনি ভাইরাস নিয়ন্ত্রণের জন্য। এখন বাংলার নির্বাচনে বিভিন্ন রাজ্য থেকে বাইরের লোক নিয়ে এসে ভাইরাস সংক্রমণ বৃদ্ধি করাচ্ছে ওরা! মমতার কথায়, গতবছর করোনা ভাইরাস সংক্রমণের সময় একবারও বিজেপির কেউ বাংলায় আসেনি। এখন প্রচারে এসে রাজ্যে ভাইরাস সংক্রমণ বাড়িয়ে দিয়ে পালিয়ে যাচ্ছে। এরপর পরিস্থিতির সম্মুখীন হতে হবে রাজ্যবাসীকে। যদিও সাধারণ মানুষকে সচেতন থাকার বার্তা দিয়ে তিনি পরামর্শ দিয়েছেন যাতে প্রত্যেকে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করে।