কলকাতা: গরুপাচার মামলায় সিবিআইয়ের দশম তলব এড়ালেন তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল৷ সূত্রের খবর, শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়েই সিবিআই অফিসে হাজিরা এড়ান তিনি৷ সেই সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে সময় চেয়ে নেন তাঁর আইনজীবীরা।
আরও পড়ুন- শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে তলব ED-র
গত সোমবার তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগের দিনই কলকাতায় চিনার পার্কের বাড়িতে চলে এসেছিলেন অনুব্রত। কিন্তু, সোমবার তিনি নিজাম প্যালেসে যাননি। বরং চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে তিনি সোজা চলে যান এসএসকেএমে৷ সেখানে চিকিৎসকরা ভর্তি না নেওয়ায় ফিরে যান বোলপুরের বাড়িতে৷ মঙ্গলবারই সংশ্লিষ্ট মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কেষ্টকে দশম চিঠি পাঠায় সিবিআই। টোটো করে তাঁর বাড়িতে গিয়ে সেই চিঠি দিয়ে আসেন এক সিবিআই অফিসার। কিন্তু বুধবারও সিবিআই তলবে সাড়া দিলেন না অনুব্রত। সূত্রের খবর, আইনজীবী মারফত সিবিআইয়ের কাছে ১৪ দিনের সময় চেয়েছেন তিনি।
চিকিৎসকরা জানিয়েছেন, অনুব্রত অসুস্থ৷ ফিসচুলার সমস্যা রয়েছে তাঁর৷ সেই সঙ্গে রয়েছে শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ৷ তাঁকে সাদা কাগজে বেড রেস্টও লিখে দেন চিকিৎসক৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>