‘কোনও অন্যায় করিনি, সবেতেই বেকসুর খালাস হব’, আদালত থেকে বেরিয়েই হুঙ্কার কেষ্টর

‘কোনও অন্যায় করিনি, সবেতেই বেকসুর খালাস হব’, আদালত থেকে বেরিয়েই হুঙ্কার কেষ্টর

461980fea288ac101c2a39c20d544687

কলকাতা: প্রায় ১২ বছরের পুরনো মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে বেকসুর খালাস করছে বিধাননগরের এমপি-এমএলএ আদালত। কিন্তু এখনও তাঁর মাথায় ঝুলছে গরু পাচার, ভোট পরবর্তী হিংসার মতো মামলা। তবে যে মামলাই থাকুক না কেন, সব মামলাতেই তিনি মুক্তি পাবেন। শুক্রবার মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস পাওয়ার পর এমনই মন্তব্য করলেন অনুব্রত মণ্ডল।

আরও পড়ুন- SC-র সার্ভার রুম খোলার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, ডেটা রুম হস্তান্তর করবে CBI

দলনেত্রী তাঁকে বীরের সম্মান দিতে চান৷ এ কথা শোনার পর থেকেই তিনি কেষ্টর চোখেমুখে আত্মবিশ্বাসের ছাপ৷ তবে শরীরে ক্লান্তি স্পষ্ট৷ কলপহীন মাথায় উঁকি দিচ্ছে সাদা চুল৷ কথা বলতে গেলে শ্বাসের সমস্যা হচ্ছিল৷ তবে  শুক্রবার মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় মুক্তি পেয়েই কেষ্টর দাবি, তিনি কোথাও কোনও অন্যায় করেননি।

অনুব্রত বলেন, ‘‘একটা কথা বলি। আমি কোনও অন্যায় করি নাই। আজ বেকসুর খালাস হলাম। সবেতেই বেকসুর খালাস হব।’’ গরু পাচার মামলাতেও কি বেসকসুর ছাড়া পাবেন? প্রশ্ন শুনেই অনুব্রতর সপাটে জবাব, সবেতেই নির্দোষ প্রমাণিত হব৷