খেলতে চাইলেই খেলা হবে! নজরবন্দি প্রসঙ্গে প্রতিক্রিয়া ‘কেষ্ট’র

খেলতে চাইলেই খেলা হবে! নজরবন্দি প্রসঙ্গে প্রতিক্রিয়া ‘কেষ্ট’র

3f48316be62e1b85bcfcd0043963a808

বোলপুর: ২০১৯ লোকসভা নির্বাচনের মতো এবার ২০২১ বিধানসভা নির্বাচনের বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলকে নজর বন্দি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আজ বিকেল থেকেই ৩০ এপ্রিল সকাল পর্যন্ত নজর বন্দি থাকবেন তিনি। যদিও এই বিষয়টিকে নিয়ে একেবারেই মাথা ঘামাচ্ছেন না বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি। পাল্টা বলছেন, ঘরের মধ্যে কি চারজন খেলতে পারে না? খেলতে চাইলেই খেলা হবে! অবশ্যই অনুব্রত মণ্ডলের এই মন্তব্য রাজ্য রাজনীতি উত্তাপ আরো বাড়িয়েছে।

নজর বন্দি প্রসঙ্গে অনুব্রত মণ্ডল মন্তব্য করেছেন, নজরবন্দি মানে তিনি যেখানেই যাবেন সেখানে একজন ম্যাজিস্ট্রেট আর কয়েক জন সিআরপিএফ থাকবে। তাতে কোন অসুবিধা নেই কারণ তিনি তো গৃহ বন্দি নন। এই প্রসঙ্গে অনুব্রতের প্রশ্ন, ঘরের ভেতরে চারজন মিলে খেলা হয় না? খেলব মনে করলেই খেলা হবে! উল্লেখ্য, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে  ইতিমধ্যে একাধিক অভিযোগ দায়ের করেছে বিরোধীরা৷ কিছুদিন আগেও বিজেপি’র বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি৷ যা নিয়েও অভিযোগ জমা পড়ে৷  বারবার তাঁকে নজরবন্দি করার কথা বলা হচ্ছিল বিরোধীদের তরফে৷ এর পরেই আজ অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করল নির্বাচন কমিশন৷ বলা হয়েছে, তাঁর সঙ্গে থাকবে কেন্দ্রীয় বাহিনীর এগজিকুইটিভ ম্যাজিস্ট্রেট৷ সেই সঙ্গে করা হবে ভিডিয়োগ্রাফি, এবং ভিডিয়োগ্রাফি যখন করা হবে, তখন তারিখ ও সময় উল্লেখ করা থাকবে৷ ফলে তিনি কখন, কোথায় গিয়েছিলেন সেই সমস্ত তথ্য রেকর্ড করা থাকবে৷ 

এদিকে, অষ্টম দফার ভোটে রাজ্যে মোট ৬৪১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে বুথ পাহাড়ায়৷ বীরভূমে থাকবে ২২৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী৷ মালদায় ১১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, মুর্শিদাবাদে থাকছে ২১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং কলকাতা উত্তরে ৯৫ কোম্পানি বাহিনী ৷ অন্যদিকে, ১১ হাজার ৮৬০টি বুথ রয়েছে৷ এর মধ্যে বীরভূমে রয়েছে ৩ হাজার ৯০৮টি, মালদায় ২ হাজার ৭৩, মুর্শিদাবাদে ৩ হাজার ৭৯৬ এবং কলকাতা উত্তরে ২ হাজার ৮৩টি বুথ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *