‘এরা বাংলায় এলে কোনও ঋষি, মুনি কিচ্ছু রাখবে না’, কবিগুরুর ছবি প্রসঙ্গে বিজেপিকে তোপ অনুব্রতর

‘এরা বাংলায় এলে কোনও ঋষি, মুনি কিচ্ছু রাখবে না’, কবিগুরুর ছবি প্রসঙ্গে বিজেপিকে তোপ অনুব্রতর

নিজস্ব সংবাদদাতা, সিউড়ি: সম্প্রতি বীরভূমে পোস্টার পড়েছিল অমিত শাহের সভার৷ যেখানে অমিত শাহের ছবির নীচে ছিল বিশ্বকবি রীন্দ্রনাথের ছবি৷ শনিবার এপ্রসঙ্গে সাংবাদিকদের সামনে গেরুয়া শিবিরকে একহাত নিলেন অনুব্রত৷ “এরা বাংলায় এলে কোনও ঋষি, মুনি কিচ্ছু রাখবে না৷ সব ধুয়ে মুছে শেষ করে দেবে”, বিজেপিকে তোপ বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের৷ তিনি বলেন, এটা কি করা যায়? বাংলাকে কি এভাবে অপমান করা যায়? 

একইসঙ্গে মমতাকে বিজেপির নিশানা করার প্রসঙ্গ তুলে তৃণমূল সভাপতি বলেন, মুখ্যমন্ত্রী একজন মহিলা৷ একটা মহিলার সঙ্গে লড়াই করার জন্য সবাই ছুটে আসছে৷ একইসঙ্গে তাঁর কথায়, “বাংলার মহিলারা কি এত বোকা? যে বাংলার মহিলাকে সরিয়ে দেবে৷ তাহলে চিন্তা করুন এদের সংস্কৃতি কী হতে পারে? এদের নীতি কী হতে পারে? পাশাপাশি অনুব্রত আরও বলেন, “এখন থেকে যদি এত নোংরামি হয়৷ তাহলে এরা বাংলায় ক্ষমতায় এলে কী করবে৷ এরা বাংলায় এলে কোনও ঋষি, মুনি কিচ্ছু রাখবে না৷ সব ধুয়ে মুছে শেষ করে দেবে”৷

অনুব্রতর সাফ কথা, কবিগুরু রবীন্দ্রনাথকে নিচু করছে বিজেপি৷ কলঙ্কিত করছে বাঙালীকে৷ নিশ্চয় এর প্রতিবাদ করবেন তারা৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 4 =