Aajbikel

সুপ্রিম কোর্টে ধাক্কা অনুব্রতর, এবার কি দিল্লি নিয়ে গিয়ে জেরা?

 | 
অনুব্রত

নয়াদিল্লি:  এবার সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন অনুব্রত মণ্ডল৷ ভোট পরবর্তী হিংসা মামলায় কলকাতা হাইকোর্টের দেওয়া রক্ষাকবচ কার্যত খারিজ করে দিল সর্বোচ্চ আদালত।  গরু পাচারকাণ্ডে গ্রেফতার বীরভূম জেলার তৃণমূল সভাপতি আপাতত রয়েছেন জেল হেফাজতে৷ ভোট পরবর্তী হিংসা মামলাতেও এবার তাঁকে জেলে গিয়েই জেরা করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

আরও পড়ুন- ২০১৪ সালের শূন্যপদে চাকরি পাবেন ওই বছরেরই টেট উত্তীর্ণরা, রায় ডিভিশন বেঞ্চের

অনুব্রত মামলায় সিবিআই-এর আর্জির বিষয়ে কলকাতা হাইকোর্টকে দ্রুত শুনানির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে এবার হয়তো দিল্লি নিয়ে গিয়ে তাঁকে জেরা করা হতে পারে৷ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, গরু পাচার মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। ফলে এই রক্ষাকবচ এখন অর্থহীন৷ 

এদিকে শুক্রবারও বীরভূমের জেলা সভাপতির জামিনের আবেদনের মান্যতা দিল না আদালত। তাঁকে আরও ১৪ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৫ নভেম্বর। 

Around The Web

Trending News

You May like