সিউড়ি: পাঁচ বছর পর নন্দীগ্রামে ঐতিহাসিক জনসভা করে নিজেকেই সেখানকার বিধানসভার প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্তের পর বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কার্যত তাঁকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, হাফ লাখ ভোটে যদি মাননীয়াকে হারাতে না পারেন তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। যদিও নন্দীগ্রামের বিজেপির প্রার্থী কে হবে সে ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি তাদের তরফে। তার আগেই শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে চ্যালেঞ্জ করেছেন তার প্রেক্ষিতে মুখ খুললেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর স্পষ্ট বক্তব্য, যে চ্যালেঞ্জ করবে তাঁকেই দাঁড়াতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই ক্ষমতা তাঁর আছে তো, প্রশ্ন তোলেন তিনি।
এদিন মল্লারপুরের এক জনসভা থেকে অনুব্রত মণ্ডল বলেন, তিনি যদি কাউকে চ্যালেঞ্জ করেন তাহলে সেই চ্যালেঞ্জ তার পূরণ করা উচিত। এক্ষেত্রে নন্দীগ্রাম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছেন শুভেন্দু অধিকারী। তাহলে সেখানের প্রার্থী হওয়া উচিত তাঁর। যে চ্যালেঞ্জ করে তাকেই প্রার্থী হতে হবে, অন্য কাউকে ছেড়ে দিলে চলবে না। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী প্রার্থী হবেন কিনা সেই ব্যাপারে প্রশ্ন তুলেছেন অনুব্রত। পাশাপাশি এও দাবি করেছেন, শুভেন্দু অধিকারীর মেয়াদ আর মাত্র এক মাস। একই সঙ্গে ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা রাজ্য সরকারের একাধিক প্রকল্পের প্রশংসায় পঞ্চমুখ হন বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি।
এদিকে আজ খেজুরিতে জনসভা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত ওপেন চ্যালেঞ্জ করেছেন শুভেন্দু অধিকারীও। বলেছেন, মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে এক জায়গার প্রার্থী হতে হবে, দু জায়গার হলে চলবে না। নন্দীগ্রামেই দাঁড়াতে হবে। শুধুমাত্র নন্দীগ্রামেই মমতাকে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছুড়ে বাংলার রাজনৈতিক উত্তাপ আরো বহুগুণ বাড়িয়ে দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আসন্ন বিধানসভা নির্বাচনে যদি নন্দীগ্রামে শুভেন্দু বনাম মমতা দেখা যায়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।