বোলপুর: বাম আমলের একটি মামলায় বিধাননগর আদালতে তলব করা হয়েছে অনুব্রত মণ্ডলকে৷ কড়া নিরাপত্তার মধ্যে আসানসোল সংশোধনাগার থেকে বার করে কলকাতায় আনা হচ্ছে গরু পাচার কাণ্ডে গ্রেফতার তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে৷ এদিন সকাল ৬টা ৪৫ নাগাদ আসানসোল সংশোধানাগার থেকে বার করে গাড়িতে তোলা হয় কেষ্টকে। সেই সময় তাঁকে জিজ্ঞাসা করা হয়, এবার পঞ্চায়েত ভোটে কী হবে? উত্তরে কেষ্ট বলেন, ‘ব্যাপক হবে’। শরীর কেমন আছে জানতে চাইলে তাঁর উত্তরে তিনি বলেন, ‘ভাল নেই।’ তবে একটি সংবাদমাধ্যমের প্রশ্ন শুনে রেগেও যান তৃণমূলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতা৷
আরও পড়ুন- অর্পিতার জীবনবিমার নথিতে ‘আঙ্কল’ পার্থ! আদালতে জানালেন ED-র আইনজীবীরা
এদিন বাতানুকূল একটি গাড়িতে করে বিধাননগর নিয়ে আসা হচ্ছে অনুব্রত মণ্ডলকে৷ নিরাপত্তার কোনও খামতি রাখেনি আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট৷ জানা গিয়েছে, অনুব্রতকে যে গাড়িতে করে বিধাননগর বিশেষ আদালতে নিয়ে আসা হচ্ছে তার সামনে ও পিছনে অন্য গাড়িতে রয়েছে পুলিশ স্কোয়াড৷ ২০১০ সালে বাম জমানায় পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে একটি বিস্ফোরণের ঘটনায় নাম জড়ায় অনুব্রতর৷ সেই মামলাতেই বৃহস্পতিবার তাঁকে হাজিরার নির্দেশ দেয় বিধাননগরের এমপি-এমএলএ আদালত।
২০১০-এ ওই বিস্ফোরণের মামলায় মঙ্গলকোট থানায় কেষ্টর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়। চার্জশিটেও তাঁর নাম উল্লেখ করা হয়৷ কিন্তু, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর ‘দাপট’ বহুগুণ বেড়ে যায় অনুব্রতের। আইন-আদালতেও ছুটতে হয়নি তাঁকে। কিন্তু, আপাতত গরু পাচার মামলায় তিনি আসানসোল সংশোধনাগারে বন্দি। এখন যদি হাজিরা না দেন তাহলে পুলিশের দিকেই আঙুল উঠবে৷ সেই কারণেই হাজিরার ওয়ারেন্ট আসতেই অনুব্রতকে বিধাননগর বিশেষ আদালতে নিয়ে যাওয়া হচ্ছে বলেই মনে করা হচ্ছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>