SSKM হয়ে নিজাম প্যালেসে আসতেই হবে অনুব্রতকে, নির্দেশ CBI-এর

SSKM হয়ে নিজাম প্যালেসে আসতেই হবে অনুব্রতকে, নির্দেশ CBI-এর

020a84050c4fdeecd5dd2dc790952c82

কলকাতা: গরু পাচারকাণ্ডে আজ, সোমবার অনুব্রত মণ্ডলকে তলব করছে সিবিআই৷ নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে৷ এবং আজ মানে আজই৷ প্রয়োজনে এসএসকেএম-এ চিকিৎসার পরে হলেও সিবিআই দফতরে আসতে হবে তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে। সূত্রের খবর, তৃণমূল নেতার চিঠির উত্তরে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ 

আরও পড়ুন- স্বাস্থ্যসাথী নিয়ে পরামর্শদাতা নিয়োগ করছে রাজ্য, তাতে আদৌ লাভ হবে কার্ড হোল্ডারদের?

সোমবার অনুব্রত মণ্ডলকে সিবিআই দফতরের হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছিল সিবিআই। কিন্তু রবিবার সিবিআই-কে মেল করে জানানো হয়, সোমবার তাঁর পক্ষে যাওয়া সম্ভব নয়। কারণ তিনি অসুস্থ। রবিবার বীরভূম থেকে কলকাতায় আসার কথা তাঁর। তবে এসএসকেএমে চিকিৎসার জন্য। এর জবাবে সিবিআই জানিয়েছে সোমবারই অনুব্রতকে নিজাম প্যালেসে হাজির হতে হবে। সিবিআই সূত্রের খবর, এই চিঠির পরেও যদি অনুব্রত উপস্থিত না হন, তাহলে মঙ্গলবার আর এক বার হাজিরার নোটিস দেওয়া হবে। 

গরুপাচার-কাণ্ডে ইতিমধ্যেই কেষ্টর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করেছে সিবিআই৷ সোমবার সিবিআই হেফাজতে থাকার ষাট দিন পূর্ণ হচ্ছে। আইন মেনে, যে মামলায় সায়গলকে গ্রেফতার করা হয়েছে, সোমবার বিকেল ৫টার মধ্যে সেই মামলার প্রাথমিক চার্জশিট দিতে হবে সিবিআইকে। তার আগে সায়গলকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে যে সকল তথ্য উঠে এসেছে, তার ভিত্তিতে অনুব্রতকে আরও এক বার সিবিআই তলব করা হয়েছে বলে খবর। অনুব্রতর নামে যে সকল তথ্য পাওয়া গিয়েছে, আজ অনুব্রতর কাছ থেকে সেগুলি সম্পর্কে খোঁজখবর করতে পারে সিবিআই। সিবিআই সূত্রে খবর, হাতে আসা তথ্যপ্রমাণের সঙ্গে অনুব্রতের সম্পর্ক থাকলে,  তাঁকে গ্রেফতারও করা হতে পারে।