Aajbikel

অনুব্রতর সম্পত্তির পরিমাণ ৭৭ কোটি! পরিচারক, ধোপার নামেও অ্যাকাউন্টের সন্ধান

 | 
হেফাজতের শেষে ফের হেফাজত, আাপতত মুক্তি নেই অনুব্রতর! আছেন অনুব্রত কন্যাও

নয়াদিল্লি: গরু পাচার ছাড়াও বেআইনি জমি, কারবার, লটারি... সব জায়গা থেকে বিপুল পরিমাণ অর্থ বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল নিজের পকেটে ঢুকিয়েছেন। বাড়ির অন্যান্য সদস্যদের নামেও আছে অনেক টাকার সম্পত্তি। ইডি এমনই দাবি করেছে। তবে সম্প্রতি তারা যে চার্জশিট জমা দিয়েছে আদালতে তাতে উল্লেখ করা হয়েছে, অনুব্রতর মোট সম্পত্তি প্রায় ৭৭ কোটি টাকা। যার মধ্যে তাঁর নিজের ৪৮ কোটি টাকার বেশি আছে। এছাড়া এও দাবি করা হয়েছে, বাড়ির পরিচারক, ধোপা এদের নামও অ্যাকাউন্ট খুলে টাকা লেনদেন করেছেন কেষ্ট। 

গরু পাচারের তদন্তে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে চার্জশিট জমা দিয়েছে ইডি। সেই রিপোর্টেই বলা হয়েছে, অনুব্রত মণ্ডল তাঁর বাড়ির পরিচারকের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলেন। কিন্তু সেই অ্যাকাউন্টের নমিনি ছিলেন সুকন্যা। এমনকি ওই পরিচারকের নামে প্রায় ৮ কোটি টাকার জমিও কিনেছিলেন অনুব্রত। পাশাপাশি অ্যাকাউন্ট খোলা হয়েছে আনাজবিক্রেতা ও ধোপার নামেও। একই সঙ্গে বোলপুরের বিভিন্ন তৃণমূল নেতা-কর্মীদের নামেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে তাতে বেআইনি টাকা লেনদেন করিয়েছেন তৃণমূলের এই দাপুটে নেতা বলে দাবি করেছে ইডি। কেন্দ্রীয় সংস্থার এও বক্তব্য, গরু পাচার থেকে আরও প্রায় ২৯ কোটি টাকা অনুব্রত নিজের অ্যাকাউন্টে ঢুকিয়েছেন। 

এমনিতেই অনুব্রত এবং তাঁর কন্যা সুকন্যার 'লটারি দুর্নীতি'র বিষয়টি সামনে চলে এসেছে। চার্জশিটে ইডি দাবি করেছে লটারির পুরস্কারপ্রাপকদের কাছ থেকে টাকা দিয়ে টিকিট কিনে নিতেন অনুব্রত। এইভাবেই তিনি প্রায় ২ কোটি কালো টাকা সাদা করে নিজের পকেটে ঢুকিয়েছেন। আসল পুরস্কারপ্রাপকদের কাছ থেকে অনেকগুলি লটারির টিকিট কেনা হত এবং এই কাজ করতেন অনুব্রত এবং তাঁর কন্যা সুকন্যা।

Around The Web

Trending News

You May like