ভোট মিটলেই শিক্ষা পাবেন! বিশ্বভারতীর উপাচার্যকে হুঁশিয়ারি অনুব্রতর

ভোট মিটলেই শিক্ষা পাবেন! বিশ্বভারতীর উপাচার্যকে হুঁশিয়ারি অনুব্রতর

বোলপুর: নিজের গরমাগরম মন্তব্যের জন্য বাংলার জনগণের কাছে যথেষ্ট পরিচিতি রয়েছে বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। এদিন ফের একবার নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে মন্তব্য করতে শোনা গেল তাঁকে। এবার অনুব্রত মণ্ডলের নিশানায় রয়েছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তিনি মন্তব্য করলেন, নির্বাচন হয়ে গেলে বিশ্বভারতীর উপাচার্য শিক্ষা পেয়ে যাবেন! তৃণমূল কংগ্রেসের কেষ্টর এই মন্তব্যে সরগরম রাজ্য রাজনীতি।

আজ বোলপুরের একটি প্রেক্ষাগৃহে গন কনভেনশনের ডাক দেয় তৃণমূল কংগ্রেস। সেখানে অংশগ্রহণ করে অনুব্রত মণ্ডল দাবি করেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভয়ঙ্কর পাগল লোক, তার মত পাগল দেখা যায় না। উনি মনে করছেন হাতে একটা বিধায়ক থাকলে যা ইচ্ছা তাই করা যায়। কিন্তু সেটা হবে না। নির্বাচন মিটে গেলে বোলপুরবাসী তাঁকে এমন শিক্ষা দেবে যেটা তিনি মনে রাখবেন সারা জীবন। তিনি আরো বলেন, বোলপুরের যিনি বিজেপি প্রার্থী তিনি উপাচার্যের ক্যান্ডিডেট, কলকাতার একটি নামকরা হোটেলে নাকি বড় ধরনের রফা হয়েছে! আগামী দিনে সেটি প্রকাশ্যে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অনুব্রত মণ্ডল। উল্লেখ্য, কিছুদিন আগেই ব্যাপক বিতর্ক জড়িয়েছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। একটি অডিও বার্তা ভাইরাল হয়ে যায় যেখানে তাঁকে অধ্যাপকদের হুমকি দিতে শোনা যায়।

আরও পড়ুন-  পদত্যাগ করছেন না কেন! শিশিরের সাংসদ পদ বাতিলের দাবি তৃণমূলের

ভাইরাল হওয়া অডিও ক্লিপে শোনা গিয়েছে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একাধিক অধ্যাপকের সঙ্গে বৈঠক করছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সেই বৈঠকে তাঁকে নাকি বলতে শোনা যায়, “বিশ্বভারতী যাতে বন্ধ হয়ে যায় সেই ব্যবস্থা করে দিয়ে যাব”! এই মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপকের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছেন বিদ্যুৎ চক্রবর্তী। তিনি দাবি করেছেন, বর্তমানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের চোর-ডাকাতের আড্ডা হয়ে গেছে। এই প্রসঙ্গে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের নামও করেন তিনি। এই অডিও ক্লিপে বিদ্যুৎ চক্রবর্তী আরও দাবি করে বলেছেন, তিনি উপাচার্য হয়ে আসার পর বহু লোকের অসুবিধা হচ্ছে তাই জন্য বারবার বিতর্ক হচ্ছে। একই সঙ্গে কয়েকজন অধ্যাপককে কটুক্তি করতে শোনা যায় তাঁকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − fourteen =