বোলপুর: বঙ্গের বিজেপি নেতারা বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে একাধিকবার একাধিক ভাবে কটাক্ষ করেন। কিন্তু তিনি নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় রেখে পাল্টা উত্তর দেন সব সময়। এদিন জনসভা করে কেন্দ্রের বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চরমভাবে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের কেষ্ট। বললেন, ছারপোকা না ছেড়ে দিলে মোদী গদি ছাড়বে না! এর পাশাপাশি জ্বালানির মূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন অনুব্রত মণ্ডল।
এদিন তিনি বলেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে দেশকে শুধুমাত্র ভাঙ্গার কাজ করেন তিনি। কারণ নরেন্দ্র মোদী দেশটাকে ভালো করে চেনেন না। রাম রাজ্যে পেট্রোলের দাম ১০০ টাকা, এদিকে রাবণ রাজ্যে পেট্রোলের দাম এত কম। যখন নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন দেশের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে পদত্যাগ করতে বলেছিলেন পেট্রোলের দাম বৃদ্ধির জন্য। তাহলে এখন কেন নরেন্দ্র মোদী নিজে পদত্যাগ করবেন না সেই প্রশ্ন তোলেন কেষ্ট। যদিও সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেন নিজেই। বলেন, নরেন্দ্র মোদী আসলে একজন লোভী মানুষ, পদের লোভ রয়েছে তাঁর। সেই কারণে তিনি পদত্যাগ করবেন না। শুধুমাত্র গদিতে যদি ছারপোকা ছেড়ে দেওয়া হয় তাহলেই সেটা ছাড়বেন তিনি! একই সঙ্গে, বাংলায় জনসভা করতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে যে ভাষা প্রয়োগ করেছেন তিনি তার চরম বিরোধিতা করেন অনুব্রত।
তিনি আরো বলেন, মা-মাটি-মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাইরে থেকে এসে লোক অপমান করছে। এর প্রতিশোধ বাংলার মানুষ নেবে। আগামী দিনে ভোট দানের মাধ্যমে সেই প্রতিশোধ নেবে বাংলার মানুষ বলে হুঁশিয়ারি দেন অনুব্রত মণ্ডল। প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে তিনি মন্তব্য করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ বেগম বলছেন, কেউ অন্যভাবে কটুক্তি করছেন, যা মনে আসে তাই বলে দেওয়া হচ্ছে। এর প্রতিবাদ বাংলার মানুষ করবে। এর পাশাপাশি তিনি মন্তব্য করেন, বিজেপি শুধুমাত্র হিন্দু এবং মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাতে পারে। আর কিছু তারা করতে পারে না।