বোলপুর: করোনা আতঙ্কে জেরবার গোটা বিশ্ব৷ স্তব্ধ নগর জীবন৷ ইতিমধ্যেই গোটা দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তার আগেই দু'দফায় বাংলা জুড়ে লকডাউন ঘোষণা করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দিনে দিনে ক্রমশ তাণ্ডব চালাচ্ছে করোনা ভাইরাস৷ এই মুহূর্তে গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭১৯ জন৷ রবাংলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১০৷ ইতিমধ্যেই গোটা দেশজুড়ে ১৩ জনের মৃত্যু হয়েছে৷ গোটা বিশ্ব জুড়ে ২১ হাজারের বেশি মানুষের মৃত্যু হলেও কুছ পরোয়া নেই অনুব্রত মণ্ডলের৷
এবার খোদ বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের নির্দেশে তারাপীঠে জমায়েত করে পুজো বীরভূম জেলা তৃণমূলের! লকডাউন উপেক্ষা করে পুজো আয়োজনের পর অদ্ভুত যুক্তি খাড়া করেছেন তৃণমূলের ‘কেষ্টদা’৷
সংবাদমাধ্যমে অনুব্রত মণ্ডলের দাবি, ‘‘আজ মা তারার জন্মদিন৷ মা তারার কাছে আবেদন করলাম, মা তারাকে বললাম, আজ বিরাট হোম যজ্ঞ করলাম৷ বললাম, মা ভারতবর্ষকে বাঁচাও এই করোনাভাইরাস থেকে৷ তুমিই পারো এই করোনাভাইরাস থেকে সাধারণ মানুষকে বাঁচাতে৷ গোটা পৃথিবী জুড়ে ভাইরাস ছড়িয়েছে৷ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে করোনা ভাইরাসের বিরুদ্ধে কাজ করছে, তাই মাকে বললাম মমতা বন্দ্যোপাধ্যায়কে শক্তি দাও৷ আরও শক্তি দাও, যাতে মমতা ব্যানার্জি আরও কাজ করতে পারে৷ আর করোনাভাইরাস যেন পশ্চিমবঙ্গ, প্লাস ভারতবর্ষ থেকে চলে যায়৷’’
কিন্তু করোনা রুখতে যখন গোটা দেশজুড়ে লকডাউন চলছে, মন্দির, মসজিদ, গির্জা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঠিক তখনই নিষেধাজ্ঞা অমান্য করে দল বেধে কেন পুজোর আয়োজন? প্রশ্ন তুলছে বিরোধীদের একাংশের৷ করোনা রুখতে অনুব্রত মণ্ডলদের পুজো নিয়ে প্রশ্ন তুলছেন না অনেকেই৷ (ফাইল ছবি)