কলকাতা: ১৪ দিনের জেল হেফাজত শেষে বুধবার ফের আসানসোলে সিবিআই-এর বিশেষ আদালতে তোলা হয় অনুব্রত মণ্ডলকে৷ শুনানিতে বিস্ফোরক দাবি করল সিবিআই৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী আদালতে জানান, শুল্ক আধিকারিকদের রীতিমতো হুমকি দিতেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি৷ এদিন, বিচারক জানতে চান, বাংলাদেশে গরু পাচারের সঙ্গে কী ভাবে জড়িত রয়েছে অনুব্রত৷ সেই প্রশ্নের প্রেক্ষিতে এমনই চাঞ্চল্যকর দাবি করেন সিবিআইয়ের আইনজীবী।
আরও পড়ুন- থানা আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত, বাগুইআটির ঘটনায় ক্ষোভ বাড়ছে
বোলপুরে নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রতকে গ্রেফতারের পর ১৭ অগাস্ট ফের বোলপুরে হানা দেয় সিবিআই। ওই দিন কেষ্টর ব্যক্তিগত হিসাবরক্ষক মণীশ কোঠারিকে জিজ্ঞাসাবাদ করা হয়। অনুব্রতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিশেষ অর্থ মেলেনি। লেনদেনও তেমন নয়। তবে তাঁর মেয়ে ও ঘনিষ্ঠদের প্রভুত সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই৷ তল্লাশি চালানো হয় মণীশের বাড়িতেও৷ সেই সব তথ্য বুধবার আদালতে পেশ করে সিবিআই।
অনুব্রত মণ্ডল এবং তাঁর ঘনিষ্ঠদের ব্যাঙ্কে যে বিপুল পরিমাণ অর্থ জমা রয়েছে, সেগুলো কোথা থেকে এসেছে, সেই সংক্রান্ত তথ্যও আদালতে জমা দিয়েছে সিবিআই৷ উল্লেখ্য, অনুব্রতের হয়ে মামলা লড়ছেন আইনজীবী ফারুক রেজা, আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় এবং আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>