Aajbikel

‘বুকে খুব ব্যথা, জামিন দিন’, আদালতে ফের মরিয়া আবেদন কেষ্টর

 | 
চিরদিন কাহারও সমান নাহি যায়! একথা হারে হারে টের পাচ্ছেন অনুব্রত!

 কলকাতা: শরীর একেবারেই ভালো নেই তাঁর৷ শ্বাসকষ্ট হচ্ছে৷ বুকে ব্যথা৷ অসুস্থতার কারণ দর্শিয়ায়ে বৃহস্পতিবার ফের জামিনের আবেদন করলেন গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডল৷ দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে জামিনের আবেদন জানান বীরভূমের তৃণমূল জেলা সভাপতি৷ এর আগেও তিনি একই আবেদন জানিয়েছিলেন, কিন্তু তাঁর আবেদন মঞ্জুর করেনি আদালত। এমনকী আসানসোলে ফেরার আবেদনও খারিজ হয়ে গিয়েছে৷ 

সূত্রের খবর, সোমবার তিহাড় জেলে অসুস্থ হয়ে পড়েন অনুব্রত। শ্বাসকষ্ট ও বুকে ব্যথা বাড়ায় তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ সেখানে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তারপরেই বৃহস্পতিবার ফের দিল্লি আদালতে জামিনের আবেদন জানান তৃণমূলের এই দাপুটে নেতা। জানা গিয়েছে, আগামী ২৩ মে অনুব্রতর আবেদনের শুনানি হবে।
 

গত বছর জুলাই মাসে বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে সিবিআই-এর হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। পরে এই মামলায় যুক্ত হয় ইডি৷ তদন্তে নেমে তাঁর বিপুল পরিমাণ সম্পত্তির হদিস পায় কেন্দ্রীয় গোয়েন্দারা। সেই সম্পত্তি উৎস কী সেই সন্ধান করছেি অফিসাররা। গ্রেফতার হওয়ার পর থেকে আসানসোল জেলে ছিলেন অনুব্রত। কিন্তু তাঁকে দিল্লি নিয়ে দিয়ে জেরা করতে চায় বলে আদালতে আবেদন জানায় ইডি। দিল্লিতে নিয়ে আসার পর এখন তাঁর ঠিকানা তিহাড় জেল৷ ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন তাঁর মেয়ে সুকন্যাও৷ তিনিও তিহাড়েরই বাসিন্দা৷ 

 

Around The Web

Trending News

You May like