Aajbikel

তিহাড়ে মেয়ের সঙ্গে দেখা হবে তাঁর, দিনক্ষণ নিজেই জানালেন অনুব্রত

 | 
সুকন্যা অনুব্রত

নয়াদিল্লি: গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডল এবং তাঁর কন্যা সুকন্যা মণ্ডলের ঠিকানা এখন দিল্লির তিহাড় জেল৷ একই জেলে থাকলেও তাঁদের মধ্যে দূরত্ব বিস্তর৷ সহজে দেখা হওয়ার উপায় নেই। কবে মেয়ের সঙ্গে তাঁর দেখা হবে, তা নিয়ে জল্পনা চলছিলই৷ এদিন অনুব্রত নিজেই জানালেন, মেয়ে সুকন্যার সঙ্গে দেখা হবে তাঁর। এ ব্যাপারে আবেদন জানানো হয়েছিল৷ প্রয়োজনীয় অনুমতিও মিলেছে। তবে সময় বেঁধে দেওয়া হয়েছে তাঁকে।

আদালত চত্বরে অনুব্রতকে দেখেই সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, মেয়ের সঙ্গে দেখা হয়েছে একবারও? জবাবে হুইল চেয়ারে বসা অনুব্রত বলেন, ‘মেয়ের সঙ্গে দেখা হবে। শনিবার।’ জানা গিয়েছে, তিহাড় জেলের এক আধিকারিকের অফিসে নির্দিষ্ট সময় সেল থেকে বার করে নিয়ে আসা হবে অনুব্রত ও সুকন্যাকে। মিনিট ১৫ কথা বলার সময় দেওয়া হবে তাঁদের। তবে একান্তে নয়৷ কথা বলার সময়ে জেল কর্তৃপক্ষের তরফে দু’জন আধিকারিক বাবা-মেয়ের সম্মুখে হাজির থাকবেন। 


গরু পাচার মামলায় অনুব্রতকে দু’মাস আগেই গ্রেফতার করেছে ইডি৷ দিন কয়েক আগে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সুকন্যাকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি। এ নিয়ে আদালতে ক্ষোভও উগরে দিয়েছিলেন কেষ্ট। অনুব্রত বলেছিলেন, ‘আমার মেয়েকেও গ্রেফতার করলেন? আপনাদের বিবেক বলে কিছু নেই?’ তার আগেও অনুব্রত বলেছিলেন, মেয়েকে গ্রেফতার করা ঠিক হয়নি। এটা কোনও বাহাদুরি নয়। এমনকী সুকন্যার গ্রেফতারিকে ‘অমানবিক’ বলে উল্লেখ করেছে তৃণমূলও৷ 


বীরভূমের রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যায়, মেয়ে সুকন্যাকে নাকি বেশ সমীহ করেই চলতেন অনুব্রত। নিয়ম করে খাওয়াদাওয়া করানো, ট্রেড মিলে হাঁটার জন্য বাবাকে বাধ্য করা, সবটাই দেখতেন সুকন্যা। অনুব্রতর স্ত্রী মারা যাওয়ার পর সব কিছুর হাল ধরেছিলেন মেয়েই। অনুব্রত গ্রেফতারের পর তিনি একা হয়ে পড়েছিলেন৷ কেষ্ট আসানসোলে থাকাকালীন প্রায়ই তাঁর সঙ্গে দেখা করতে যেতেন সুকন্যা৷ এতদিন পর আগামীকাল ফের সাক্ষাৎ হবে দু’জনার৷ 

Around The Web

Trending News

You May like