বাংলার চালে কোনও খুদ নেই, কেন্দ্রের চাল খাওয়ার অযোগ্য: অনুব্রত

বাংলার চালে কোনও খুদ নেই, কেন্দ্রের চাল খাওয়ার অযোগ্য: অনুব্রত

বোলপুর: কেন্দ্র সরকারের দেওয়ার রেশনের চাল অত্যন্ত নিম্নমানের৷ বাংলার রেশনের চালে কোনও খুদ নেই৷ দু’টি পাত্রে চাল রেখে একটি কেন্দ্রের ও অপরটি রাজ্যের বলে দাবি করে নয়া মন্তব্য তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের৷ পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি৷

আজ শনিবার, সামাজিক দূরত্বের বিধি পরোয়া না করে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ সেখানে অনুব্রত মণ্ডল বলেন, ‘‘রাহুল সিনহা ও দিলীপ ঘোষ কয়েকদিন ধরে সমানে বলে যাচ্ছেন, রেশনে ঝামেলা৷ মারামারি৷ রেশনের চাল খুব বাজে৷ ওদের লজ্জা লাগা উচিত৷ মিথ্যাবাদী৷ ধোঁকাবাজি একটা দল৷ (একটি পাত্রে রাখা চাল দেখিয়ে) এটা রাজ্য সরকারের চাল৷ একটাও খুদ নেই৷ একটা বালি নেই৷ একটাও ভাঙা নেই৷’’

এরপর অপর একটি থালায় রাখা চালিয়ে অনুব্রত মণ্ডল বলেন, ‘‘এই দেখুন কেন্দ্রের চাল৷ এফসিআই৷ মানুষ খাওয়ার যোগ্য নয়৷ দেখুন এফসিআইয়ের চাল৷ ছত্রিশগড় থেকে এসেছে৷ বিলাসপুর থেকে এসছে৷ ১৭-১৮’র চাল, গোডাউন থেকে এসেছে৷ এই চাল আমরা নেব না৷ আমরা মানুষকে দিতে পারব না৷’’

পাল্টা খোঁচা দিতে ছাড়েনি বিজেপি৷ বীরভূম জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মণ্ডল জানিয়েছেন, ‘‘আপনার মন্ত্রীরা তাঁর বাড়িতে কেন্দ্র সরকারের স্বচ্ছ ভারত মিশনের লোগো লাগানো বস্তা বাস্তা চাল ঢুকছে৷ আপনার মন্ত্রী যে চাল খাচ্ছেন, আপনি কেন খাবেন না৷ ত্রাণের নামে যে চাল বিলি করলেন, সেই চাল বকলমে রেশনের চাল৷ কেন্দ্র সরকারের দেওয়া৷ আর এখন আপনারা বলছেন চালের মান কম৷ এই চাল কেন্দ্র সরকার নিজের হাতে তৈরি করে না৷ আমি কেন্দ্র সরকারের চাল ও বীরভূমের আশা চালের মান আমি দেখেছি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 11 =