মঙ্গলের পর বুধেও অনুব্রতকে CBI তলব, হাজিরা এড়াতে পারেন ‘অসুস্থ’ সভাপতি

মঙ্গলের পর বুধেও অনুব্রতকে CBI তলব, হাজিরা এড়াতে পারেন ‘অসুস্থ’ সভাপতি

কলকাতা: মঙ্গলের পর বুধেও অনুব্রত মণ্ডলকে সিবিআই তলব। মঙ্গলবার বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে ‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার গরু পাচার মামলায় ফের তলব করা হল তাঁকে৷ তবে সূত্রের খবর, মঙ্গলবারের মতো আজও  শারীরিক অসুস্থতার কারণে হাজিরা এড়াতে পারেন তৃণমূলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতা। তাঁর অসুস্থতার কথা সিবিআইকে জানিয়ে দেবেন তাঁর আইনজীবী।এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে টানা চিকিৎসা চলেছে তাঁর৷ ছুটির সময় তাঁকে ১৫ দিন সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দেন চিকিৎসকরা। সেই মতোই তিনি বিশ্রামে থাকছেন৷ এই  কথাটাই সিবিআই-কে জানাবেন  অনুব্রতের আইনজীবী৷ সূত্র মারফত খবর৷ 

আরও পড়ুন- মঙ্গলের পর বুধেও অনুব্রতকে CBI তলব, হাজিরা এড়াতে পারেন ‘অসুস্থ’ সভাপতি

গতকাল হাজিরা এড়ালেও অনুব্রতের আয়ের হিসেব-নিকেষ খতিয়ে দেখতে আয়কর দফতরের কাছে নথি চেয়ে পাঠিয়েছে সিবিআই। পাশাপাশি এসএসসি দুর্নীতি মামলায় জড়িত শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আয়ের হিসাবও চাওয়া হয়েছে। এই তিন নেতার কাছে ইতিমধ্যেই নথি চেয়ে পাঠিয়েছে সিবিআই৷ বেশ কিছু নথি তাঁরা জমাও করেছেন৷ সূত্রের খবর, এবার আয়কর দফতরের নথির সঙ্গে তিন নেতার জমা দেওয়া নথি মিলিয়ে দেখতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ তাঁদের আয় সংক্রান্ত নথিতে কোনও অসঙ্গতি রয়েছে কি না, সেটা খতিয়ে দেখতে চাইছে সিবিআই।