গুরুতর অসুস্থ অনুব্রত মণ্ডল, খোঁজ নিলেন উদ্বিগ্ন মমতা

গুরুতর অসুস্থ অনুব্রত মণ্ডল, খোঁজ নিলেন উদ্বিগ্ন মমতা

কলকাতা:  গুরুতর অসুস্থ অনুব্রত মণ্ডল৷ বোলপুর থেকে তড়িঘড়ি কলকাতায় নিয়ে আসা হয় তাঁকে৷ বৃহস্পতিবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন বীরভূমের জেলা সভাপতি৷ প্রবল শ্বাসকষ্ট শুরু হয় তাঁর৷ শরীরের অক্সিজেন কমে যায়৷  এর পরেই তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়৷

আরও পড়ুন- দুর্যোগ মোকাবিলায় পথে নেমেছেন BJP বিধায়করা? কড়া পদ্ম-নজর!

জানা গিয়েছে গত কয়েক দিন ধরেই জ্বর এবং শ্বাসকষ্টজমিত সমস্যায় ভুগছিলেন অনুব্রত মণ্ডল৷ এর পরেই তাঁকে করোনা পরীক্ষার পরামর্শ দেন চিকিৎসকরা৷ যদিও অ্যান্টিজেন টেস্টে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে৷ এর পরেই তাঁর শ্বাসকষ্ট নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন চিকিৎসকরা৷ প্রথমে বাড়িতে রেখেই চিকিৎসা চলছিল তাঁর৷ কিন্তু অনুব্রতর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়৷ 

প্রসঙ্গত, বেশ কিছু দিন ধরেই কিডনির সমস্যা নিয়ে ভুগছিলেন বীরভূম জেলার তৃণমূল সভাপতি৷ সিবিআই দফতরে হাজিরা এড়াতেও অসুস্থতার কারণ দেখিয়েছিলেন তিনি৷ অনুব্রতর করোনা রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তি পেয়েছিল তাঁর পরিবার৷ তবে শ্বাসকষ্ট বাড়তে থাকায় বাড়ে উদ্বেগ৷ 

এদিকে কেষ্টার অসুস্থতার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অনুব্রতর অসুস্থতার খবর পেয়েই ফোন করেন তিনি৷ খোঁজ খবর নেন৷ তাঁর যাতে কোনও রকম অসুবিধা না হয়, তা দেখার জন্য আধিকারিকদের নির্দেশও দেন মুখ্যমন্ত্রী৷ তবে তাঁর এই শ্বাসকষ্টের সমস্যা নতুন নয়৷ প্রায় প্রত্যেক দিনই অক্সিজেন নিতে হয় তাঁকে৷ তবে বৃহস্পতিবার দুপুরে পরিস্থিতি জটিল হয়ে ওঠে৷ সেই সঙ্গে জ্বর থাকায় কোনও ঝুঁকি নিতে চাননি চিকিৎসকরা৷ তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে৷ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাঁকে দেখতে যেতে পারেন বলেও জানা যাচ্ছে৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *