গ্রেফতারি থেকে রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত

গ্রেফতারি থেকে রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত

020a84050c4fdeecd5dd2dc790952c82

কলকাতা: তদন্তে সিবিআই-কে সব রকম সাহায্য করতে তিনি প্রস্তুত৷ কিন্তু তাঁর বিরুদ্ধে যেন কোনও পদক্ষপ করা না হয়৷ গ্রেফতারি এরাতে হাইকোর্টের কাছে রক্ষাকবচ চাইলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ আগামী বৃহস্পতিবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে৷ ওই দিন আদালতে সশরীরে উপস্থিত থাকতে পারেন অনুব্রত৷ 

আরও পড়ুন- শুভেন্দুর গড়ে আরও ‘ধস’, তৃণমূলে পাঁচ কাউন্সিলর

গত বছর ২ মে বিধানসভা ভোটের ফল প্রকাশের দিন বীরভূমের ইলামবাজারে পিটিয়ে খুন করা হয় এক বিজেপি কর্মীকে৷ গৌরব সরকার হত্যা মামলার তদন্তভার সঁপা হয় সিবিআই-এর হাতে৷ তদন্তে নেমে বেশ কয়েকজনকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা৷ তাঁদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়৷ পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয় ইলামবাজার পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ-সহ একাধিক তৃণমূল নেতাকে। এর পরেই গৌরব সরকার খুনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে৷ শুক্রবার দুপুরে হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে৷ কিন্তু অসুস্থতার ওজরে হাজিরা এরান তিনি৷ এর পরেই গ্রেফতারি থেকে রক্ষাকবচ চেয়ে বুধবার হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত৷ সেই সঙ্গে কলকাতা হাইকোর্টকে তিনি জানান, তদন্তে সিবিআই-কে সবরকম সাহায্য করতে তিনি প্রস্তুত৷ আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার মামলার শুনানির সম্ভাবনা৷ 

উল্লেখ্য, এর আগেও অনুব্রতকে ডেকে পাঠিয়েছিল সিবিআই৷ সেই সময়েই তাঁকে গ্রেফতারের চিন্তাভাবনা করা হচ্ছিল৷ ভোট পরবর্তী হিংসায় নাম জড়িয়েছে তাঁর৷ কিন্তু তিনি অসুস্থ বলে তলব এড়ান বীরভূম জেলার সভাপতি৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *