কলকাতা: গরু পাচার কাণ্ডে বার বার সিবিআইয়ের তলব এড়িয়ে গিয়েছেন তিনি৷ প্রতিবারই অসুস্থতার ওজরে হাজিরা এড়িয়েছে৷ তবে এ বার নিজেই সিবিআইয়ের মুখোমুখি হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। গত ২৫ এপ্রিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চিঠি দিয়ে জানিয়েছিলেন, সিবিআই যদি তাঁকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করে তাহলে ২১ মে পর তিনি সিবিআইয়ের কলকাতা অফিসে গিয়ে হাজিরা দেবেন৷ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ নিজাম প্যালেসে সিবিআই দফতরে আসার কথা তাঁর। আজ সকাল সোয়া ন’টা নাগাদ চিনার পার্কের বাড়ি থেকে রওনা দেয় অনুব্রতর গাড়ি। মনে করা হচ্ছে আজ সিবিআই দফতরে হাজিরা দেবেন তিনি৷
আরও পড়ুন- মূল্যবৃদ্ধির হারে শীর্ষে বাংলা, মুখ্যমন্ত্রী দুষছেন কেন্দ্রকে
এর আগে গত ৬ এপ্রিল গরুপাচার-কাণ্ডে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডলের। সেদিন সময় মতো বাড়ি থেকেও বেরিয়েছিলেন৷ কিন্তু নাটকীয় ভাবে তিনি সিবিআই দফতরে না গিয়ে পৌঁছে যান এসএসকেএম-এ৷ শারীরিক অসুস্থতার জন্য ভর্তি হন উডবার্ন ওয়ার্ডে। সেই সময় তিনি জানিয়েছিলেন, সিবিআই চাইলে হাসপাতালে এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে৷ এই মর্মে তিনি চিঠিও দেন৷ কিন্তু সিবিআই সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করেনি৷ পরে হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পরও অনুব্রত নিয়ে সিবিআইকে চিঠি দিয়ে জানান, তাঁর বাড়িতে বা ভার্চুয়াল মাধ্যমে তিনি জিজ্ঞাসাবাদের জন্য রাজি আছেন। এরই মধ্যে আজ সকালে রওনা দিলেন তৃণমূলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতা৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>