বিধানসভায় ৯০ হাজার ভোটে জিতব! বিজেপিকে খোলা চ্যালেঞ্জ অনুব্রতর

বিধানসভায় ৯০ হাজার ভোটে জিতব! বিজেপিকে খোলা চ্যালেঞ্জ অনুব্রতর

বোলপুর: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের জনসভা বোলপুর বিধানসভা এলাকায়। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে কড়াভাষায় কটাক্ষ করলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বক্তব্য রাখতে রাখতে উত্তেজিত অনুব্রত হঠাৎই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন বিজেপিকে,। তিনি বলেন বোলপুর বিধানসভা থেকে ৮০ থেক ৯০ বাজার ভোটের মার্জিনে জিতবেন বিধানসভা নির্বাচনে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র ভাষায় আক্রমণ করেন অনুব্রত মণ্ডল। প্রধানমন্ত্রীকে মিথ্যেবাদী বলেন তিনি। তিনি বলেন দেশে কাজ নেই, একের পর এক দেশের সম্পদ বিক্রি করে দেওয়ার অভিযোগ করেন অনুব্রত। তিনি দাবি করেন জিএসটিসহ রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে পাওনা টাকা মিটিয়ে দিক কেন্দ্র। পাশাপাশি নরেন্দ্র মোদিকে তিনি উত্তরপ্রদেশের ধর্ষণের ঘটনায় অভিযুক্ত করেন।

এদিন বিজেপিকেও তিনি মিথ্যেবাদীদের দল বলে কটাক্ষ করেন। বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের প্রসঙ্গে তুলে তিনি বিজেপিকে প্রশ্ন ছুঁড়ে দেন। বাম আমলের চৌত্রিশ বছরের সঙ্গে তুলনা টেনে এদিন অনুব্রত বলেন ৯ বছরে ৬৭টি বিশ্ববিদ্যালয় তৈরী করেছেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্যের প্রসঙ্গ তুলে এদিন হাসপাতাল করার দাবিও করেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি।

বিভিন্ন বিষয়ে তৃণমূল সরকারের কাজের খতিয়ান এদিনের সভায় তুলে ধরেন তিনি। তিনি বলেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প কোনও রাজ্যের সরকারের নেই। বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে। একের পর সভা করে করে এখন নিজেদের প্রস্তুতি সারতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। এর মধ্যে প্রধান প্রতিপক্ষকে পিছনে ফেলাই প্রধান উদ্দেশ্য প্রতিটি দলের।

তাই রাজ্যের দ্বিতীয় বৃহৎ শক্তি বিজেপিকে আপাতত নিশানায় রেখেছে তৃণমূল। বরাবর বিজেপির নীতি আদর্শ নিয়ে, কেন্দ্রীয় সরকারের বঞ্চনী নিয়ে সরব থাকাই তৃণমূলের লাইন অব অ্যাকশন। ফলে অনুব্রতও দলের সেই লাইনেই হাঁটবেন সে তো কোনও নতুন কথা নয়। কিন্তু বিজেপিকে নির্বাচনে ভোটের মার্জিন জানিয়ে খোলা চ্যালেঞ্জ জানিয়ে লড়াই করতে ডাকার বিষয়টি কিছুটা হলেও অভিনব এবং অনুব্রতসুলত বলেই মনে করছেন রাজনীতির কারবারিরা।     


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 1 =